![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার শেষ দেখা সেই চোখের দৃষ্টি
ভীত হরিনীর মত নয়, তবু অপলক সেই চোখ !
একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে চাই।
তোমার চোখে আঁকা কজলের নকশা, অতৃপ্ততার
আঁচলে জড়ানো সে কি মায়ার দৃষ্টি !
কভু ভোলা যায় না।
তোমার নীল কপড়ে জড়ানো শরীরের ভিতর
হয়ত খুব যতনে লুকিয়ে রাখা হ৸দয় ভাংগার কষ্ট
একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে চাই।
উপরে বর্ষাস্নাত নীল আকাশ ধূসর মেঘের
ভেলার নীচে যাদুময়ী চোখের নীল কাপড়ের নীলপরি!
তোমাকে ভোলা যায় না , ভূলতে পারি না।
বান্ধব, বৃষ্টির শেষে , লাল ছাতা হাতে তোমার
রেশমি চুলে মুক্তোবিন্দুর ন্যায় বৃষ্টির ফোঁটা!
একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে চাই ।
পায়জামার গোটানো কাপড়ের নীচে, নিখুঁত ফর্সা
পায়ের পাতায় চন্দ্র-কলংকের ন্যায় কাঁদা মাটি
কভু ভোলা যায় না, ভূলতে পারি না।
তোমার ব্যাখ্যাতীত সুন্দর হাসিমাখা ঠোঁট, যখন
হাসির বাঁধ ভেংগে চোখ বুঝে আসে, সেই মোহনীয় মুখ
একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে চাই।
কষ্টের তীব্রতায় ধৈর্যেচ্যুতির ক্ষরনে যদি আসে
চোখে জল, গাল বেয়ে কাজল ধোঁয়া অশ্রু
ভোলা যায় না, কভু ভূলতে পারি না ।
২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
ভার্চুয়াল কবি বলেছেন: আমার ফেসবুক ওয়ালে আগে প্রকাশিত হয়েছিল !!!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫১
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: কবিতাটা কি আগে কোথাও পড়েছিলাম।