নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

ছুঁয়ে দেখতে চাই - ২

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

ভরা বর্ষার প'রে স্নিগ্ধতায় ভেজা গুল্মলতার মত
তোমার কোমল-নরম-পেলব হাতের আঙুল - ছুঁয়ে দেখতে চাই
ভোরের শিশির সিক্ত ঘাসের ডগার মত
একবার তোমার চোখের পাপড়ি - ছুঁয়ে দেখতে চাই ।

সমুদ্রের অতল গভীরতার মতই তোমার গভীরে ডুবতে চাই
মেপে দেখতে চাই- তোমার বুকের উঠানামা, নিঃশ্বাসের গভীরতা
তোমার প্রেমপত্রের কলম, চোখের কাজল, গলায় মালা হতে চাই
ঝিনুকের বুকে মুক্তার মত তোমার বুকে হতে চাই মুক্তা ।

তোমার কালো কেশে খোঁপার ভাঁজে করে নিও ফুল
দুনিয়া ভূলে অবাধ্যতায় আমি হতে চাই তোমাতেই মশগুল ।

ভীত হরিনীর চঞ্চলতায় তোমার পায়ের নূপুরে, কানের দুলে
মিশে যেতে চাই চোখের ভাঁজে, তোমার নরম কোমল গালে ।

তোমার পায়রার মত উষ্ণ বুকে মাথা রেখে উষ্ণ হতে চাই
প্রথম মধু স্পর্শিত তোমার ঠোঁট - ছুঁয়ে দেখতে চাই ।।

10/11/2014

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২১

সোজা কথা বলেছেন: ভাল লাগলো।

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪২

ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.