![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইশো বছর পরে ফিরে দেখ
ভূলিনি তোমার উষ্ণ ঠোঁটের চুম্বন
পথের বাঁকে বাস স্টপেজে দাঁড়িয়ে থেকো
বৃষ্টির ছাঁটে দেখব তোমার চুলের আলোড়ন ।
এক জীবনের শেষে, আবার জন্ম নিও
তৃষিত চোখে দেখব পেটের কালো তিল
ক্যালেন্ডারের ঝড়া পৃষ্ঠায় দুইশোটা বছর মিলিয়ে নিও
আবার তুমি আমার হবে, নিয়তি যে নির্ভূল !
দুইশো বছর আগেও আমি যেমন ছিলাম ---
এলোমেলো চুলে ভরা, সেই সে চেনা পথের বাঁকে
আজকে না হয় আবার তুমি মিলিয়ে নিও
পুরনো কাশ এখনও ফোঁটে বালুর মাঠে ।
ঝাপসা চোখে তোমায় দেখা বৃষ্টি এলে
চোখের 'পরে , আজও তেমন একলা একা
বসে থাকি পথের ধারে, তোমায় ভেবে
হেঁয়ালি মন আজও লিখে কত লেখা !!!
-এপ্রিল, ২০১৪
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২২
ভার্চুয়াল কবি বলেছেন: thank you bro...
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: ভাল লাগল কবিতা। ধন্যবাদ