নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

এই তো কান্না

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

কালো, নিকষ, নিঃসঙ্গ রাতগুলি আমি দেখি
কি অসম্ভব নির্জনতায় !

নিঃসঙ্গ একাকী সেই কুয়াশা ঘেরা রাত
অনন্ত সেই আঁধার, আলিঙ্গনে আঁকড়ে ধরে
আমি ডুবে যাই সেই নিকষ রাতের গহীনে ।

হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে যায়
এক মুহুর্তের জন্য কোন নিশাচর !

ওর সেই বুক ফাঁটা আর্তনাদ আমি শুনি
আমার ভাংগা বুক আরও ভেংগে যায়
শরীর বিষন্ন হয়ে পরে-

নিঃসঙ্গতা, একাকীত্ব, বিষন্নতায় ঘিরে আবেগে
আমি আমার শরীরের রাত জাগা বিষাক্ত রক্ত বের করি !
ফোঁটা ফোঁটা লাল রক্ত আমি অবাক হয়ে দেখি

আমার চোখ থেকে অশ্রু ধারা নামে
আমি কষ্ট পেতে চাই না, কাঁদতে চাই না, তবু
চোখের জল থামে না ।

আমি চিৎকার করে বলি - না , আমি কাঁদব না
তপ্ত অশ্রু আরও বেশী করে গড়িয়ে পরে গাল বেয়ে
শীতের মধ্যেও আমি অনুভব করি উষ্ণতা - তিক্ত, বিষাক্ত ।

এইতো আমার প্রতি রাতের নিঃসঙ্গতা
আমি কান্না চিনি না , হয়ত এটাই কান্না ।

-ডিসেম্বর ২০১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭

এম. আরাফাত মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

ভার্চুয়াল কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.