নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

শিহরন

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

বছরের প্রথম বৃষ্টি দেখেছিল দু'জোড়া তৃষিত চোখ

আবেগের মুর্ছনায় কত কি ভেবেছে ওরা; ভেবেছিল

কি ? পরবর্তী কোন বর্ষায় ভেজা দুটি হাত, লজ্জায় লাল

সেই শিহরন ! যা সম্পূর্ন নতুন, অচেনা অথচ বাস্তবতার মুখ

ঢাকা মুখোশে জড়িয়ে ধীর পায়ে অগ্রগামী পথে হঠাৎ চোখ

তুলে সেই শিহরিত দৃষ্টি, যা ভোলার নয়, ভোলা যায় না, পাগল

হয়ে দেখতে থাকা - বিন্দু বিন্দু বৃষ্টির ঝড়ে পরা গাল

বেয়ে, একি, বৃষ্টির ফোঁটা ! না মুক্তা বিন্দু ! দেখছি নিষ্পলক ।


ভেজা শরীর, ভেজা মন, ভেজা হাত ঠান্ডা একটা শিহরন
তোলে, ঠান্ডা রক্ত পাম্প করে হৃদপিণ্ড; ছড়িয়ে দেয় শরীর মন

প্রতিটি শিরা উপশিরায়, সেই ঠান্ডা স্রোত অনুভব করি, দুই
চোখ বুঝে, চোখের পাতায় বৃষ্টি ঝড়ে, আমার প্রথম শিহরিত সেই

তুমি, বৃষ্টির ফোঁটা হালকা হয়ে আসে, হঠাৎ দেখি এক হয়েছে দুটি হাত
হাত ছেড়ে ভেঙ্গে পরি হাসিতে, বুক ভরে যায় শিহরনে, যা সম্পূর্ন অপরিচিত ।।

-১৬/০৩/২০১০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.