![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হুজুগের এই দেশে, মরিয়াই কি প্রমান করিতে হইবে - যে, আমি মরি নাই ?
বিএনপরি বিরুদ্ধে আওয়ামী লীগ একটা অভেযোগ করে জিয়াউর রহমান নাকি খালি মাঠে গোল দিয়েছিলেন- হ্যাঁ /না ভোটের মাধ্যমে। অর্থাৎ জিয়াউর রহমান নাকি ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে বৈধতা দেয়ার জন্য হ্যাঁ/না ভোট দিয়েছিলেন। আর তখন যেহেতু দেশের ঐ পরিস্থিতে অন্য কোন অপশন ছিলনা পাবলিকও জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচিত করিছিল।আর এবার তার বদলা নিতে আওয়ামী লীগ (শেখ হাসিনা) বিএনপি (খালেদা জিয়া)কে ভরা মাঠে পুরো শক্তির প্লেয়ার, রেফারী, স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনেই ফাউল করে গোল দিয়ে দিল আর সব কিছু দেখেও খালেদা জিয়া কিছু বললে পারছেনা এমনকি রেফারীর কাছে ফাউলের আবেদন পর্যন্ত করতে পারছে না।
বেশিরভাগ টিভি ও সংবাদ পত্র আওয়ামী গরনার, গোপনে মালিকদের কোটি কোটি টাকা দিয়ে সাংবাদিকতার নুন্যতম জ্ঞান বা ডিগ্রি ছাড়া কিছু সাংবাদিকের সসানে ৮ম ওয়েজ বোর্ডের মূলা ঝুলিয়ে পুলিশ ,ব্যাব ও সোয়াত এর নিঃছিদ্র নিরাপত্তায় পুরো ২০-৩০ কিঃমি এলাকা যান চলাচলে প্রতিবন্ধকতা দিয়ে আওয়ামী লীগ ও বাম ঘরনার ১৪ দলিয় জোটের একটা সমাবেশকে প্রজন্ম চত্তর নামের তকমা লাগিয়ে নতুন প্রজন্মের আন্দোলন নামে ধুমছে ধুঁয়া তুলে মোটা চালের দাম ৪৮-৫২, পিঁয়াজ -৬০-৬৫ টাকা, পদ্মা সেতু, হল মার্ক, ডেসটিনি, সোনালী ব্যাংক, আবুল(থ্রি ফল আবুল), চুর রঞ্জিত, সাগর-রুনি সব কিছুর উপর দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে । বিএনপি কে মিডিয়ার সাহায্যে এমন একটা ফাউল গোল দিল শেখ হাসিনা সব কিছু দেখার ও বুঝার পরও ইন্টার পাশ কিছু সাংবাদিকের ছাপে পডে বিএনপি ফাউলের আবেদন (আন্দোলন) করাতো দুরে থাক তাদের মেইন দাবী কেয়ারটেকার সরকারের দাবীর কথা পর্যন্ত মূখ ফুটে বলতে পারছে না।
এই ফাউল গোলে জিতার জন্য হাসিনা যে, মিশরের মতো সমর্থক হত্যা করতেও পিছপা হবে না সেটা টিকটিকি( গোয়েন্ধা সংস্থার লোক) দিয়ে "থাবা বাবা" হত্যার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনা..।
সবশেষে আমাদের দেশের মহান বজুর্গ সাংবাদিকদের একটা কথা বলিঃ যেই মুহুর্তে শাহবাগে হাজার জনতার কথা বলছেন (৫০০ জনের জমায়েতে আপনারা আমাদের মহান জ্ঞানীরা আছেন ৪০০-৪৫০ জন) ঠিক সেই মুহুর্তে কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকে ক্যামেরাটা তাক করেন কোন খানে বেশি লোক বুঝতে পারবেন..! আর পুলিশ, ব্যাব, সোয়াত দিয়ে নিরাপত্তা দিতে হবে না, চারিদিকে শিবিরের তান্ডব-শিবিরের তান্ডব বলে যে রৈ রৈ করছেন, তাদেরকে শুধু মৌলিক সমাবেশ করার অনুমতি দিন- দেখবেন তারা শাহবাগের মোড় না শুধু পুরো সরওয়ার্দি উদ্যানের মতো জায়গা কয় মাস দখল করে রাখে...!!!
©somewhere in net ltd.