![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হুজুগের এই দেশে, মরিয়াই কি প্রমান করিতে হইবে - যে, আমি মরি নাই ?
হারাতে হারাতে আজ সম্পর্কের এমন এক কিনারায় এসে ভীড়েছি যেখান থেকে চাইওলেও আর তরী ভাসানো সম্ভব না।
এখন মনের কিনারায় এত বেশি পরিমান কষ্টের কাদা জমেছে যে, ইচ্ছা করলেও আর পারছিনা নতুন করে ভালবাসার প্লাবন ঝরাতে।
তুমার সাথে সম্পর্কের এতটা সময়ে এত বেশি পরিমান সূখের সাগরে ভেসেছিল যে, মন আর পাল তুলতে চাইনা প্রচন্ড ঝড়ের মাঝে উল্টো স্রোতে হারিয়ে গেলও...!!
আমি প্রচন্ড ভাবে দুঃখিত যে, তুমার দুঃখের সময় তুমার হাতটি ধরে -বুকের ভিতর তুমার মাথাটি গুঁজে দিয়ে ভালবাসার হাতটি তুমার মাথায় বুলিয়ে দিতে পারছিনা বলে..!
হয়তো আমার ভূলে নয়তো তুমার প্রচন্ড আক্রোশের কাছে আজ হেরে গেল আমাদের ভালবাসা..! অনেক বেশি পাবার লোভে এতটা বেশি পরিমান আত্মাহংকার তুমাকে সারাক্ষন ঘিরে রাখে যে, তুমি চাইলেও পারনা স্বীকার করে নিতে নিজের ভূলগুলোকে?
সম্পর্কের পরিনতি দেয়ার জন্য যে, সেক্রিফাইছ শব্দটা অনেক বেশি প্রয়োজন সেটা স্বীকার করার পরও মগ্ন থাকতা অন্যের কাছ থেকে সেটা পাবার আশায়।
চরম লালসার কাছে আজ পরাজিত দু'টা সূখি মন, নষ্ট হলো একটা সম্পর্ক, ভেঙ্গে গেলো সূখের স্বপ্ন দেখা, তছনছ হয়ে গেলো অনেক যত্নে সাজানো বাগান....!!!
মিথ্যুক তুমি কর মিথ্যার মাঝে বসাবাস!!
©somewhere in net ltd.