নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীর মুক্তিযোদ্ধা মধু পাগলা

আমি খ্যাপা দূর্বাশা-বিশ্ব মিত্র শিষ্য

akash meghe dhaka

অনেক হুজুগের এই দেশে, মরিয়াই কি প্রমান করিতে হইবে - যে, আমি মরি নাই ?

akash meghe dhaka › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউসঃ নতুন প্রধানমন্ত্রী ইমরান এইচ সরকারের নির্দেশে শাহবাগিরা মিশিল শেষ করেছে-বিকেলে সমাবেশ।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫





এইমাত্র খবরে জানা গেল, দেশের নতুন প্রধান মন্ত্রী ইমরান এইচ সরকারের নির্দেশে শাহবাগিরা মিশিল শেষ করে আবার শাহবাগে ফিরে এসেছে। বিকেল ৩টায় পুরান ঢাকার বাহদুর শাহ পার্কে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে জামাতে ইসলামীর ডাকা হরতাল প্রতিরোধ করার জন্য শাহবাগে এক নির্দেশ দিয়েছিলেন দেশের নতুন প্রধান মন্ত্রী ইমরান এইচ সরকার। এছাড়াও গতকাল জাতীয় পতাকা উড়ানোর সব রকম নিয়ম নীতি লঙ্গন করে তিনি দেশের সব বাস-ট্রাক-দোকান-ঘর-স্কুল-কলেজে জাতীয় পতাকা উত্তোলন করার এক নির্দেশ দিয়েছিলেন তিনি। দেশের জনগন সেই নির্দেশ না মানলেও তিনি নিজে তার অনুসারী ছাত্রলীগের শতাদিক নেতা-কর্মি ও বামপন্তি কিছু নাস্তিক ও ২০-২৫টি টিভি চ্যানেলের আরও প্রায় শতাদিক সংবাদ কর্মি (যৌন কর্মি ও গার্মেন্টস কর্মিদর মত এক ধরনের পেশা জীবি) গতকাল শাহবাগে "হলুদ মানচিত্র" খচিত জাতীয় পতাকা উত্তোলন করে দেশদ্রোহীতা করেছেন বলে প্রচার করছেন তার বিরোধীরা। অবশ্য এটা আমাদের নতুন প্রধানমন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন করার এক অপ-প্রয়াশ বলে দাবী করেন সাংবাদিকতার নুন্যতম জ্ঞান ও নীতি না থাকা দেশের প্রথম সারির সব কটি টিভি চ্যানেল ও পত্রিকার সংবাদ কর্মিরা (যৌন কর্মি ও গার্মেন্টস কর্মিদর মত এক ধরনের পেশা জীবি)। আমাদের মহান বুজুর্গ (!) সাংবাদ কর্মিরা (যারা ঐ চ্যানেল গুলা বন্ধ হলে ভিক্ষা মাগলেও ভিক্ষা পাবেনা) নতুন প্রধানমন্ত্রীর ঐ পতাকা উড়ানো মিছিলে হাজার হাজার জনতার অংশগ্রহন নিচ্ছিত করেছেন তাদের নিপুন কৌশলি ক্যামেরা ম্যান ও এডিটরদের দিয়ে।



ডাঃ ইমরান এইচ সরকারঃ গত ৫ ই ফেব্রুয়ারী তারকে আওয়ামী লীগের প্রধান মন্ত্রীর (এ ব্যাক্তি কোন দিন নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন না-উনি নিজেকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ভাবতে সাচ্ছন্দ্য বোধ করেন) শেখ হাসিনার নির্দেশে তার কেবিনেটের সদস্যরা ডাঃ ইমরান এইচ সরকারকে বিনা প্রতিদন্ধিতায় দেশের প্রধান মন্ত্রী নিয়োগ দেন। আর থাবা বাবা (যিনি হাসিনার টিকটিকিদের হাতে পরে নিহত হন) নমক এক কুত্তার বাচ্ছাকে তার সহযোগী হিসেবে নিয়োগ দেন। পরে ঐ সহযোগী নিহত হলে নতুন প্রধানমন্ত্রী কিছুটা ভয় ফেলে ছাত্র লীগের সভাপতি -সাধারন সম্পাদক ও ক্যাডার'রা তার পুটকিতে বন্ধুক ধরে রেখে সংবাদ কর্মিদের সামনে তাদের লিখিত বক্তব্য পড়ে শুনাতে বাধ্য করছেন। নতুন প্রধান মন্ত্রী নিজেকে পুঁজি বাদের ও আমেরিকার ঘোর বিরোধী মনে করলেও তিনি নিজের নাম বারাক হোসেন ওবামা'র আদলে (বারাক এইচ ওবামা) ইমরান হোসেন সরকারকে ইমরান এইচ সরকার লিখতে বেশি স্বাচ্ছন্য বোধ করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.