নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীর মুক্তিযোদ্ধা মধু পাগলা

আমি খ্যাপা দূর্বাশা-বিশ্ব মিত্র শিষ্য

akash meghe dhaka

অনেক হুজুগের এই দেশে, মরিয়াই কি প্রমান করিতে হইবে - যে, আমি মরি নাই ?

akash meghe dhaka › বিস্তারিত পোস্টঃ

শাহবাগী বাম সমাবেশ ও গনহত্যাঃ বিএনপি নেতারা কি আওয়ামী লীগের দালাল?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

আচ্ছা বিএনপি নেতারা কি মনে করছেন- দেশে এই মুহুর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে আসবে । সেটা তত্তাবদায়ক সরকার না হলেও ? এই প্রশ্নটা আমি আমার এক পরিচিত বিএনপি নেতাকে করেছিলাম (মুটামুটি অনেক বড় মাপের)। উনি উত্তর শুনেতো আমি ত, ওনার ধারনা এই মুহুর্তে দেশে ইলেকশন হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। সেটা হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধিনে হলেও। আর যদি তত্তাবদায়ক সরকার হলেতো কথায় নেই। ওঁনি আমাকে যে কথা বলেছেন তা শুনেতো আমি রীতিমতো টাশকি খাওয়ার দশা। শুনেন তার কথাটা " আসবে না মানে! বিএনপিকে ডেকে ক্ষমতা দিয়ে দিবে !" কি সহজ সমিকরন, ক্ষমতা এতই সোজা যে তাদের ডেকে ক্ষমতা দিয়ে দেবে? কতবড় আহম্মক এই নেতা গুলা ! আর এই সব নেতার ভীডই এখন বিএনপি ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে বেশি। বিএনপিকে নাকি ডেকে ক্ষমতা দিবে জনগন ! আশ্চর্য লাগলে আমার ঐ পরিচিত নেতার কথা শুনে । আমার বুঝতে বাকি নেই যে, কেন দেশের এই পরিস্তিতেতো বিএনপি নেতাদের আন্দোলনে নামার কোন লক্ষন দেখা যাচ্ছে না।



জামায়াত বর্তামানে প্লেটে তুলে মুখে সামনে রসগোল্লা ধরে রেখেছেন বিএনপি নেতাদের সামনে সেটা যদি তারা খেতে না পারেন বা আম ও বাম কিছু মিডিয়ার চাপে পড়ে খেতে না চান তাহলে কারো কিছু করার থাকে কিন্তু দুঃখ এবং ভয় - বিএনপি নেতাদের আত্ম অহংকার দেখে ! বর্তমানে দেশের সব গুলা মিডিয়া আওয়ামী লীগের দালালী করছে সেটা বুঝেও যদি মিডিয়ার সমর্থন হারানোর ভয়ে মুখে কুলুপ মেরে বসে থাকেন আর নির্বাচন হলেই "ডেকে ক্ষমতা দিয়ে দিবে" এই ভাবেন তাহলে আপনাদের জন্য দুঃখ হয় বৈ কি ! হাসিনা এবং ভারতের টাকা খাওয়া আওয়ামী লীগের মালিকানায় পরিচালিত টিভি চ্যানেল ও পত্রিকা ওয়ালাদের সমর্থন হারানোর ভয়ে যদি ঘরে বসে থাকেন, আপনারা কি মনে করছেন হাসিনা আপনাদেরকে এত সহজে ক্ষমতা ছেড়ে দিবে? শাহবাগের বামদের এই আন্দোলন নতুন প্রজন্মের আন্দোলন তাদের সমর্থন হারানো ভয়ে কি আপনাদের মাথায় কোন কিছু ঢুকছে না ? শাহবাগীরা যদি নতুন প্রজন্ম হয় তাহলে আমরা কি? আপনারা কি মনে করেন - আপনারা যতই নিউট্রোল পজিশন বজায় রাখেন কেন শাহবগীরা আপনাদের ভোট দিবে? ইমরান সরকার আপনাদের ভোটার নাকি আমরা আপনাদের ভোটার ? শিবিরের ছেলেরা আপনাদের ভোট দিবে নাকি শাহবাগীরা আপনাদের ভোট দিবে? "প্রথম আলো" চির কাল আওয়ামী পত্রিকা হিসেবে পরিচিত তার সমর্থন আপনাদরে দরকার নাকি "আমার দেশে"র সমর্থন দরকার ? মতিউর রহমান আপনাদে ভোটার নাকি আসিফ নজরুল ? সাইক সিরাজ কোন কালে বিএনপিকে ভাল জেনেছেন? মাহফুজুর রহমান / মুন্নি সাহা কি আপনাদের ভোট দেয় ? আজকে তারা সবগুলা মিডিয়া এক হয়ে যে, বিএনপি'র বিরুদ্ধে কৌশলী প্রপাগান্ডা করছেন তা কি বুঝতে পারছেন না? আপনারা ভুলে যান কেন যে, চট্টগ্রাম ও নারায়নগঞ্জে মেয়র নির্বাচনে ঠিক এই খেলার মাধ্যমে মিডিয়া সন্ত্রাসীরা আওয়ামী লীগের পার্থিদের পরাজয় নিশ্চিত করেছিল।



আমারতো মনে হয় এখন সময় এসেছে বিএনপি জন্য যে, যুদ্ধাপরাধী ও জামাত-শিবির প্রশ্নে স্ট্যান নেয়ার ! এখন বিএনপিকে খোলামেলা ভাবে বলা উচিত -এই ট্রাইবুনাল নিরপেক্ষ না বা তারা সরকারের চাপে সঠিক রায় দিতে পারছেন তাই অবিলম্বে এই ট্রাইবুনাল বাতিল করে যুদ্ধাপরাধীর বিচার স্থগিত রেখে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার জন্য এবং সরকারের পদত্যাগের এক দফা দাবীতে রাজপথ ধরে রাখা ! একটা কথা বিএনপি নেতারা মনে রাখবেন - শিবির বা জামাত নিষিদ্ধ করে দিলে কিন্তু সব ভোট আপনাদের ব্যাংকে আসবে। আর নিষিদ্ধ না করলেও কিন্তু তাঁরা আপনাদের ভোটার ! ইমরান সরকার, লাকিরা যতই আপনাদের হরতালের প্রতিহত করার ঘোষনা না দেখ তারা কিন্তু আপনাদের ভোট দিবে না! মতিউর রহমান, ইমদাদুল হক, গোলাম সরওয়ার, মাহফুজুর রহমান, সাইক সিরাজ, গাজী টিভি, একুশে টিভি, তারানা হালিম, সুবর্না মুস্তফা, আসাদুজ্জামান নুর, শাহরিয়ার কবির, রোকেয়া প্রাচিরা, সময় টিভি, ইন্ডিপেন্ডন্ট টিভি, মহুনা টিভি, মাই টিভি, ডেইলী স্টার কোন দিনও আপনাদের ভোট দিবে না সেটা আপনারা যতই তোষামোদ করেন না কেন, যতই নিরেপেক্ষ থাকার ভান করেন না কেন? ফরহাদ মযহার, আসিফ নজরুল, মাহমুদুর রহমানই কিন্তু আপনাদের ভোটার - জামাত -শিবির নিষিদ্ধ করলেও তারা আপনাদের ভোট ব্যাংক! নিষিদ্ধ না করলেও তারা আপনাদের ভোটার ।

টিভি চ্যানেলে বক্স পপ কিভাবে নিতে হয় আমাদের ভাল জানা আছে । কোন বক্স পপে যদি নিরপেক্ষ কথা আসে সেটা বাদ দিয়ে কিভাবে খবর করা যায় তা আমরা ভালই জানি। নিজেদেরকে এ্যামভেডেট সাংবাদিক পরিচয় দেয়া সাংবাদিকরা যে কতটা নিরেপেক্ষ তা আমরা ভালই জানি! টিভি চ্যানেল গুলাতে কোন কোন দর্শক ফোন করে তাও আমাদের জানা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.