![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হুজুগের এই দেশে, মরিয়াই কি প্রমান করিতে হইবে - যে, আমি মরি নাই ?
হাসিনা তাঁর ভিশন-২০২১ পুরন করার জন্য ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে একসাথে ৪/৫ টা বল ছেড়ে দেন !
বিরোধী দলগুলো তখন দন্ধে পড়ে যায়, আসলে কোন বলটা খেলবে?
তাঁরা যখন অনেক দুদুল্যমানতার পর কমন একটা বল খেলার সিদ্ধান্ত নেয় তখন দেখা যায় সরকার আসলে অন্য একটা ছোট বল নিয়ে খেলছে, যেটার দিকে কারো নজর পড়েনি !
খালেদা জিয়াকে "আওমী প্রচার কর্মিদের" (তখাকথিত সাংবাদিক) প্ররোচনায় যখন চুলের মুটি ধরে তাঁর বাড়ি থেকে বের করে দেয়, তখন খালেদা জিয়া কাঁদতে কাঁদতে তার বাড়ি থেকে বের হয়ে যাতে আন্দোলন জমাতে না পারে সেজন্য তখন "তারেক", "কোকো"র মামলা, বিদেশে টাকা পাছার, জামিন বাতিল, লিমনের পায়ে গুলি, রেব'এর হত্যা, গুম এইসব ইস্যু একসাথে মাঠে ছেড়ে দেয় !
আর এখন আগামী নির্বাচন ও নাস্তিক ইস্যুতে হেফাযতে ইসলামের সাথে যখন পুরা দেশ যখন "যুদ্ধাপরাধীর বিচার" ও "মুক্তিযুদ্ধের চেতনা" বল দুইটাকে বাউন্ডারীর বাইরে ফেলে দিল তখন "পুলিশ দিয়ে গনহত্য", "মাহমুদুর রহমানের গ্রেফতার ও আমার দেশ বন্ধ", "১৩ দফায় নারীর অধিকার হরন","বিরোধী দলীয় ২০০০ নেতার পাইকারী গ্রেফহতার", "সরকারী লোক দিয়ে সাভার গনহত্যা" ও "চারটা সিটি করপোরেশনের নির্বাচন" সহ অনেকগুলা বল একসাথে মাঠে ছেঁড়ে দিছে ...?
দেখা যাক এবার বিরোধী দল কোন বলটা নিয়া খেলে...!!!
©somewhere in net ltd.