![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি হল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে এসেস করে, রোগ নির্নয় করে এবং ফিজিক্যাল মেথডের মাধ্যমে চিকিৎসা করে ।
শরীরের বিভিন্ন মেকানিক্যাল ফোর্স, বায়োমেকানিক্স ( মুভমেন্ট), ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ থেরাপি, ইলেক্ট্রোথেরাপি এবং বিভিন্ন ধরনের ইভিডেন্স বেইজড ফিজিক্যাল থেরাপি এপ্রোচ বা টেকনিকের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন।
ফিজিওথেরাপির মাধ্যমে একজন রোগী
# ব্যথা থেকে মুক্ত হয়ে কাজে ফিরতে পারে ।
# প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে ।
# আঘাত জনিত ইনজুরি থেকে সুস্থ হয়ে আগের অবস্থানে ফিরে যেতে পারে ।
# একজন বয়স্ক লোকজন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সব সময় কর্মক্ষম থাকতে পারে ।
ফিজিওথেরাপি মানেই যন্ত্রপাতি নয় ! যারা মনে করে ফিজিওথেরাপি মানেই হিট দেওয়া, ট্রাকশন দেওয়া, কারেন্ট দেওয়া ! তারা এখনও অন্ধকার যুগে আছে ! তবে আমি নিজেও দেখছি অনেক চিকিৎসক তাঁদের প্রেসক্রিপশনে ফিজিওথেরাপি এডভাইস করে, নীচে লিখে দেয় শর্টওয়েবে, ট্রাকশন , আল্ট্রাসাউন্ড ইত্যাদি । বিষয়টা আমার কাছে এক ধরনের অপরাধ মনে হয় । এতে রোগীর ক্ষতি হয় । রোগী ফিজিওথেরাপিস্টের কাছে এসে প্রেসক্রিপশনে দেওয়া যন্ত্রাপাতিগুলো চায় । যেইগুলো তার জন্য শুধুমাত্র সময় এবং টাকার অপচয় !
ফিজিওথেরাপি অনেক বড় একটা বিষয়, ফিজিওথেরাপি মানে চিকিৎসকের প্রসক্রিপশনে কিছু যন্ত্রপাতি বা এক্সারসাইজে ছবি বা নামে টিক দেওয়া নয় কিংবা প্রেসক্রিপশনে ফিজিওথেরাপি যন্ত্রপাতির নাম লিখে সিল দেওয়া নয় ! কারো ফিজিওথেরাপি প্রয়োজন হলে সরাসরি একজন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করাই উপযুক্ত কাজ । একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে কোন রোগী আসলে তার যদি ফিজিওথেরাপি চিকিৎসার বাহিরে অন্য কোন চিকিৎসার প্রয়োজন হয় তাকে ওই চিকিৎসকের কাছে রেফার করা নৈতিক দায়িত্ব । এতে রোগীর মঙ্গল হয়, ওই চিকিৎসকেরও সুনাম হয় ।
ধন্যবাদ
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম (ফিজিওথেরাপিস্ট)
কো-অর্ডিনেটর , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ,
হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা, ঢাকা।
এপয়েনম্যান্ট ০১৯৩২-৭৯৭২২৯
©somewhere in net ltd.