![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স্ক লোকদের হাঁটু ব্যথার সবচেয়ে বড় কারণ অস্টিওআর্থাইটিস । অধিক বয়স, অতিরিক্ত ওজন এবং হাঁটুতে বার বার আঘাত এইসব কারনেই মূলত হাটুতে অস্টিওআর্থাইটিস হয়ে থাকে ।
বয়ষ্কলোকদের শারিরীক প্রতিবন্ধিতার ( পক্ষাঘাত) সবচেয়ে বড় কারণ এই নী (হাঁটু) অস্টিওআর্থাইটিস । প্রথমদিকে হাঁটুতে হালকা ব্যথা হয় , উঠতে বসতে সমস্যা হয়, সিড়ি দিয়ে উঠানামা করতে সমস্যা হয়, বেশিক্ষন হাঁটাচলায় ব্যথা হয়। ব্যথার ওষুধ খেলে ব্যথা চলে যায় , পরে আবার হয় । এইভাবে বার বার ব্যথা হতে হতে হাঁটুর ভিতরে কার্টিলেজ ক্ষয় হয়ে যায় । এক সময় হাঁটুর জয়েন্ট ফিউজড হয়ে যায় । আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে ঝুকতে হয় ।
সঠিকভাবে ফিজিওথেরাপি নিলে অস্টিওআর্থাইটিস জনিত হাঁটু ব্যথা কোন ব্যাপারই না ! সারাজীবনই সুস্থ থাকা যায়, হাঁটাচলা করা যায়। তবে ধৈয্য ধরে দীর্ঘদিন ফিজিওথেরাপি নিতে হয় ভাল্ভাবে ।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম , (পিটি)
প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর , ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা
©somewhere in net ltd.