নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

পাওয়ার অফ আন্ডারএস্টিমেশান!

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫৭

ছোটবেলার একটা ঘটনা বলি,
আমি খুব আগ্রহ নিয়ে ব্যাট বল নিয়ে খেলতে যাইতাম। কিন্তু আমার বিপরীত টিমে কোন দাঙ্গা মার্কা বলার আসলেই আমার আর ব্যাট করা হইত না! 'খুব টাফ রে, আমি খেলি, তুই পারবি না' এইটা ছিল আমার জন্য কমন কথাবার্তা। ব্যাট ছেড়ে আমি খেলা দেখতাম। একসময় মেনে নিয়েছি আমার দ্বারা হবে না!!
সেই থেকে খেলাধুলার ব্যাপারে আমি উদাসীন। নিজে প্রেজেন্ট থেকে খেলা তো দূরে থাক, এখন দেখতেও ভাল লাগে না। এখনও মনে হয়, ধুর এই জিনিষ আমি বুঝব না!!
বোঝাতে চাচ্ছিলাম, পাওয়ার অফ আন্ডারএস্টিমেশান! একটা আস্ত চ্যাপ্টার আমার লাইফ থেকে গায়েব!!
এর পরেও অনেকবার এই কথা শুনেছি, এইটা অনেক কঠিন। হবে না! তুমি পারবা না। কত মোরব্বা আছে তোমার উপরে!! কিন্তু উপরওয়ালার ইচ্ছা অনুযায়ী অনেক 'না পারা' কাজই করতে হয়েছে আমাকে। ঠেকে দেখেছি, শিখেছি। হয়ত আসলেই কঠিন, অনেক কিছু পারিনি কিন্তু কথা শুনে থেমে যাইনি! একবার চেস্টা নিয়েছি।
না হইলে নাই! ইন মাই লাইফ আই নেভার লুজ, ইদার আই উইন ওর আই লারন! (এইটাও শিখেছি!)
এখনও শুনি, তুমি এইটা বাদ দাও বরং ওই করুক। ও পারবে। ওর মাথা তোমার চেয়ে পরিষ্কার। তুমি তো দুধ-ভাত। থুক্কু-মুক্কু।
শুনলেই কেমন যেন ভাল লাগে, মনে হয় এই কাজটাই তো আমার করতে হবে! লারনিংস! হারার আগে আরেকবার হেরে বসে থাকার মানে হয় না।
লাইফে 'আইকিউ' এর চেয়ে অনেক বেশি প্রয়োজন 'আইক্যান'। একটা তো আমার জন্মগত তাই কিচ্ছু করার নাই, আরকটাকে পলিস করতে করতেই দিন চলে যাচ্ছে। এ ও একটু 'কি বলবে', ব্যাপার নাহ!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

নতুন বলেছেন: লাইফে 'আইকিউ' এর চেয়ে অনেক বেশি প্রয়োজন 'আইক্যান'।

২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: :)

২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭

জেেনাফার বলেছেন: Yes I can

২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: দারুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.