নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

প্রি-ভ্যালেন্টাইনস ডে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

; স্যালুট টু দোজ হু ওয়্যার ইন টিএসসি টুডে!

জাতি আজ খুঁজে পেয়েছে একদল এক্সট্রিম কালচারাল এক্টিভিস্টস। আমরা এত্ত এক্টিভিস্টস লইয়া কি করিব?

আসলে আমার মনে হয়েছে পহেলা ফাল্গুনকে মানুষজন প্রি-ভ্যালেন্টাইনস ডে বানিয়ে ফেলেছে। সেই সুত্রে,
আজকে প্রি-ভ্যালেন্টাইনস ডে,
কালকে ভ্যালেন্টাইনস ডে
এরপরের দিন পোস্ট ভ্যালেন্টাইনস ডে!
বিয়া শাদীর মত! মেহেদি নাইট, সংগীত নাইট, রাংগলি নাইট ব্লা, ব্লা। এত্ত নাইট আসে কোথা থেকে ভাই?

ফিউশান কালচারের জামানা। তাই আমরা সবাই দৌড়াই। জামাই দৌড়ায় বাস থামানোর জন্য। বৌ দৌড়ায় বাসে ওঠার জন্য। চারিদিকে দৌড়া-দৌড়ী!!
অলিম্পিকে হাই হিল পড়ে দৌড়ানোর প্রতিযগিতা থাকলে আমরা গোল্ড মেডেল পাইতাম।

আমি শাহবাগি হওয়ায় (বাসা দিয়ে বাইর হতে হয় শাহবাগ দিয়ে তাই শাহবাগি) এইসব দিনে নিদারুণ যন্ত্রনা উপোভোগ করি। একমাত্র হাটা ব্যতিত আর কোন পথ খোলা থাকে না।
হাঁটাটা প্রবলেম না, এইসব দিনে আপনি জাস্ট শরীরটা হাল্কা করে দাড়িয়ে থাকলেই হবে, ধাক্কাইতে ধাক্কাইতে আপনাকে সবাই সামনে নিয়া যাবে। প্রবলেমটা হল মটরসাইকেল!

দে আর গুড ইন রোডস বাট ইভেন বেটার ইন ফুটপাত!

জাতি আজকে আমার মত হিমুও খুঁজে পেয়েছে। যারা সারা ঢাকা শহর হেটে বেড়িয়েছে। নিজের ইচ্ছায় না অবশ্যই।

বিঃদ্রঃ
১) অবস্থা এমন হালুয়া টাইট হইছিল যে আসার সময় অবাক হয়ে একটা দোকানের দিকে তাকিয়েছিলাম যে দোকানের নাম 'খোকা হাউজ' ক্যামনে হয়? অনেকখন পরে মাথা কাজ করায় চোখে পড়ল যে ওইটা 'খোকা হাউজ' না 'বোরকা হাউজ'

২) আম্মার কাছে সহানুভুতি পাওয়ার আশায় বললাম, আম্মা আজকে অনেক হাটছি। আম্মা উল্টা বলে "আমাদের সময় আমরা............"
বেইল ই দিল না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

আমিজমিদার বলেছেন: হাহা মজা পাইলাম ব্যাপক

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বিজন রয় বলেছেন: হা হা
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.