![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; একটি ব্যর্থ এক্সারসাইজের আত্মকাহিনী!
কথিত আছে যে বছরের শুরুতে সব থেকে বেচা বিক্রি বাড়ে 'জিমে'র' আর সব থেকে বেচা কেনা কমে 'ধুম্রশলাকা'র'। যা রটে তার কিছু তো বটে। সেই 'বটা' কিংবা 'খোলা' থেকেই হোক না কেন আমার প্রতি বছরের শুরুতে কোন এক চারমিং উইকেন্ডে এক্সারসাইজ স্টার্ট করে দুনিয়া ধ্বংস করে দিতে মন চায়।
কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট!
মন চাইলেই তো হবে না। নিজেকেও তো চাইতে হবে। আর তাই ডিফেন্স মেকানিজম আর বাকি সবার তিন নম্বর হাতের মত আমিও একটা 'অজুহাত' দাড়া করিয়ে বিষয়টাকে টেনেটুনে একটা উপসংহারে চলে আসি,
প্রথমবার, নাহ! আসলে এক্সারসাইজ করতে হইলে একটা ভাল রানিং কেডস কিনতে হইবে, নাহ হইলে কিছুতেই হইবে না। এটিটিউডটা আসবে না!
এইভাবে 'অজুহাতের' হাতে দিনের পর দিন যাইতে থাকে। অতঃপর আল্লাহ তা'আলা একদিন সুযোগ দেন। এবং রানিং কেডস চলে আসে। কিন্তু এক্সারসাইজ, মিনিমাইজডই হয়ে থাকে। করা হয় না।
দ্বিতীয়বার, নাহ! আসলে এক্সারসাইজ করতে হইলে একটা আইপড শাফল লাগিবে। দৌড়াইতে, দৌড়াইতে কিঞ্চিৎ সুদিং মিউজিক না হইলে কন্সেন্ট্রেশান আসিবে না! ফিলিং আসবে না ম্যান!
আবার দিন যায়, মাস যায়। অবশেষে সুযোগ এবং তৌফিক দুটোই আসে। কিন্তু এক্সারসাইজ আর আসে না!
তৃতীয়বার (কারেন্টলি রানিং), নাহ! আসলে এক্সারসাইজ করতে হইলে একটা ইলেক্ট্রিক ট্রেডমিল লাগিবে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ না হইলে, যখন তখন এক্সারসাইজ করা যাইবে না!
খুবই ন্যাচারাল, ঘরোয়া পরিবেশ লাগিবে, ফ্রেশ জুস লাগিবে, ভেজিটেবল স্যান্ডুউইচ লাগিবে, এসি লাগিবে, মিউজিক লাগিবে, ট্রাক স্যুট লাগিবে.........................৫০)............২০০)...........আরও লাগিবে অনেক কিছু তবে আপাতত আর কিছু মনে পড়িতেছে না।
আফটার অল ইটস এবাউট এক্সারসাইজ ম্যান!
#অনলি_ট্রেডমিল_ইজ_রিয়েল
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আফটার অল ইটস এবাউট এক্সারসাইজ ম্যান!
অজুহাতে অজুহাতে চলুক জীবন অচম ভূত কি বলে কিসু বুঝি না
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
ভিজ্যুয়ালাইজার বলেছেন: অচম ভূত জনাব ও অজুহাতের কথা বলেছেন বলে বোধ করি।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
জনৈক অচম ভুত বলেছেন: ঠিক কথা। ফিলিং না আসলে সেই এক্সারসাইজ দিয়ে লাভটা কি? তবে যাই বলেন। তিন নম্বর হাতের এক্সারসাইজটা কিন্তু ভালমতই হচ্ছে।