![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমাদের দেশের মত এত্ত হরেক রকম তাবিজ আর কোন দেশে ঝুলায় কি না আমার জানা নাই। তাবিজ জিনিষটা যে শিরক সেটা সবাই না জানলেও 'প্রেমে বিফল' হওয়া থেকে শুরু করে 'অপরের ক্ষতি হইতে মুক্তি' সহ সকল বিষয়ে আলাদা আলাদা বিভিন্ন আকৄতইর তাবিজ ঝুলাইতে যে হইবে তা বোধহয় অনেকেই জানে।
হাহ! বইলা নাক সিটকাইলে হইবে না, ফেসবুকিয় জনগণ। রাস্তায় বাইর হইতে হইবে। মানুষ দেখিতে হইবে। গোল তাবিজ, চারকোনা তাবিজ, রম্বস তাবিজ, বর্গক্ষেত্র তাবিজ সকলই দেখিতে পারা যাইবে। ক্ষেত্রবিশেষে তাবিজে, তাবিজে টোকাটুকিতে টুাং টাং শব্দও শুনতে পারা যাইবে।
এত বিশ্বাস পেটে লইয়া জাতি কি করিবে?
সবথেকে অদ্ভুত হল যারা তাবিজ দেয় তাদের কথাবার্তা। তারা এমন সব কমন কথা বলবে, যে আপনার মনে হবে আরি! এইটাই তো হইছে।
যেমন, আপনি কি মাঝে মাঝে পিছনে জোরে শব্দ হলে ভয় পান? (কি মুশকিল, শব্দ হইলে তো ভয় পাইবই!)
আপনার বিদেশ যাত্রা আছে, তবে মাঝে বাধা আছে (বিদেশে যাওয়ার পথে ভিসা থেকে শুরু করে এয়ার টিকেট, থাকার জায়গা, ডলার এন্ডোরসমেন্ট সবই তো ঝামেলার রে ভাই! তুই আর নতুন কি কইলি!)
আপনার মনের মানুষের সামনে বেশি, বেশি যাইবেন। কথা কইবেন (আরে বেডা, হে যদি সাহস কইরা তার মনের মানুষের সামনে যাইতেই পারত আর কথাই কইতে পারত! তাইলে কি আর তোর কাছে আসত?)
এরপরে আছে 'হাদিয়া বানিজ্য'। যারা তাবিজ দেয় তারা আবার তাবিজের মুল্য নেয় না। মুল্য নেয়া হারাম! তবে হাদিয়া প্রযোজ্য! ভাই দুইটাই তো টাকা পয়সা! এই সিলি ম্যাটারটাও বুঝাইয়া দিতে হইবে?
যাউকগা, ইয়া নফসি ইয়া নফসি। নিজের ভাল নিজের বুঝতে হইবে।
জনৈক রিক্সাওয়ালা মামা'র হাতে তাবিজের প্রদর্শনী দেখে হটাত লিখতে মনে চাইল। বেচারার মনে হয় তাবিজে'র ওজনই ২/৩ কেজি হইবে!
মানুষ সব সময় অসাধারণ সাজতে চায়। কিন্তু সাধারন হওয়াটা একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৪
ভিজ্যুয়ালাইজার বলেছেন: এইটা সুপার লুল ছিল। হাহাহাহা। ধন্যবাদ।
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৬
সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনাকেও অনেক ধন্যবাদ লেখক ভাই।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৭
রাশেদ রাহাত বলেছেন:
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব ভণ্ডামি।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: অনেক কিছুই সম্ভব না।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫১
সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ....
মেয়ে গর্ভে সন্তান জন্ম দিতেও উহা খুবই প্রযোজ্য।
উক্ত তাবিজখানা তলপেটে বেঁধে রাখবা তাহলে আর আপনার স্বামীর কাছে যেতে হবেনা।
এমনি এমনি আপনার গর্ভে সন্তান চলে আসবে।
"""""লুল"""""