| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ভেবে পাইনি
______________
কিছু একটা লিখতে মন চাইছে।কিন্তু বুঝতে পারছিনা কি সেটা। ক্যামন সেটা। কিভাবে শুরু করবো সেটা। ভাবনাগুলো তালগোল পাকাতে শুরু করে দিলো মনে হয়।
কোন কিছু ভালোভাবে শুরুর জন্য মনে হয় কিছুটা স্থিরতা দরকার। আর আমি বুঝতে পারছি এই মুহুর্তে আমার ভেতরে অস্থিরতা বিরাজমান। এমন একটি লিখা পাঠ করে কেউ হতাশ হবেন না যেন। এটাও একজন মানুষের ভাবনার বহিঃপ্রকাশ। যখন আমি এই ব্লগের জন্য কিছু একটা লিখতে চাইছি ঠিক সেই মুহুর্তে আমার মনের ভেতরে ক্যামন চলছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
যমুনার চোরাবালি বলেছেন: চমৎকার কথামালা, মন ভালো হবার মতো। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০
গোর্কি বলেছেন:
অস্থির মনোভাব শীঘ্র কেটে যাক এবং চিত্তাকর্ষক লেখা পাবো বলে আশা রাখছি। শুভকামনা এবং ব্লগিং সুখময় হোক।