নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাদাধর

জন‌নেতা

ভাদাধর › বিস্তারিত পোস্টঃ

ড়াজাকার মুজাহিদের দুই প্রশ্ন, আমার অনেকগুলা।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:২৪

১৩.১০.২০১৫ পত্রিকা খুলেই দেখলাম ন‌্যুরেমবার্গ ট্রাইবুনাল ঢাকা'র প্রতি জামায়েত নেতা, যুদ্ধাপরাধে অভিযুক্ত এ এ এম মুজাহিদ দুইটি প্রশ্ন করেছেন। সত্যিই পাকিবীর্য রাজাকারদের আত্নমর্যাদা বলতে কিছুই নেই। একটি শিক্ষিত দলের নেতা হিসেবে মুজাহিদের জানা থাকা দরকার ছিল, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ন্যায় বিচার বলতে বিশ্ব পরাজিতদের মুন্ডকর্তনকেই বোঝায়। সুতরাং ট্রাইবুনালে আত্নরক্ষা, আপিল, রিআপিল খেলা খেলে সময়ক্ষেপন না করে নিজে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলে পড়ছেননা কেন আপনি? দেশের প্রতি এত মায়াই যদি আপনার থাকে কেন বসে বসে জনগনের টাকায় ভাত খাচ্ছেন আর ট্রাইবুনালের বিজ্ঞ বিচারকদের মূল্যবান সময় ক্ষেপন করছেন?

মুজাহিদ প্রশ্ন করেছেন, তাঁর রাজাকার গিরির কোন দলিল ট্রাইবুনাল হাজির করতে পারেনি, তাহলে কেন তাকে রাজাকার কমান্ডার হিসেবে সাব্যস্ত করা হচ্ছে? মুজাহিদ সাহেব আপনার মাথার ঘিলুতে নিউরনের পরিমান এত নিম্ন যে এরকম একটা অবাস্তব প্রশ্ন আপনি নিশ্পাপ জাতির কাছে করতে পেরেছেন। মুজাহিদ সাহেব, যে আদালত "technical rules of evidence" মানতে বাধ্য থাকেনা, গুজবকে প্রমান হিসেবে গন্য করে, যে কোন গল্পের বই, পত্রিকার আর্টিকেল কিংবা মৃত/অনুপস্থিত ব্যাক্তির ভাষ্য যাচাই-বাছাই ছাড়া গ্রহন করে, যে ট্রাইবুনালে নির্বোধ শিশু যুদ্ধের কমান্ডার হয়ে সাক্ষ্য দিতে পারে, সাক্ষী সরকারি গৃহে থেকে রিহার্সেল দিতে পারে, বোরকায় আপাদমস্তক গুম হয়ে সাক্ষি দিতে পারে, আসামিপক্ষের সাক্ষী গুম হতে পারে, যে আদালতকে স্কাইপে কি করতে হবে বাতিয়ে দেয়া হয়, ইমেইলে রায় পাঠিয়ে দেয়া হয়, টেলিফোনে নর্তনের আদেশ দেয়া হয় সে আদালতে বিনা দলিলে আপনি কেন রাজাকার কমান্ডার হবেননা আপনি কি আমাদেরে বলতে পারেন? কই দ্বতীয় মহাযুদ্ধের পরে জাপান কি কারো কাছে দাবি করেছিল, যুদ্ধের শেষ মুহুর্তে জাপান আত্নসমর্পনে রাজি হয়নি এমন প্রমান উপস্থাপন করতে? যুদ্ধে পরাজিত জার্মানি কি কখনো ষাট লক্ষ ইহুদি নিধনে ব্যাবহৃত "ম্যাজিক গ্যাস চেম্বার" সম্পর্কে কোন দলিল হাজির করার দাবি করছে কখনো? তাহলে কেন বেহায়ার মত দলিল দলিল করে বুক ফাটাচ্ছেন?

অতপর মুজাহিদ দাবি করেছেন ২৩ বছর বয়সি একজন ছাত্রের আধাসামরিক বাহিনীর কমান্ডার হওয়া যৌক্তিক নয়। আমার প্রশ্ন, আপনি কি একজন নিরেট নির্লজ্জ নাকি যৌক্তিকতা বোঝার বয়সে আপনি এখনো পৌছাননি? যে আদালতে আপনি প্রতিদিন হাজিরা দিতে যান সে মহামান্য আদালতের জন্মের সময় সুস্পষ্ট ঘোষনা দেয়া হয়েছে, "A Tribunal shall not be bound by technical rules of evidence". তারপরও আপনার যৌক্তিকতা খোজা কতটা অযৌক্তিক আপনি কি তা বুঝতে পারছেন? হিটলার যদি ষাট মিলিয়ন ইহুদি উধাও করতে পারে, পয়ত্রিশ হাজার পাক সেনা যদি ত্রিশ লক্ষ লোক মারতে পারে, তিন লক্ষ ধর্ষন ঘটাতে পারে তাহলে আপনি ২৩ বছরে কেন বিনা নোটিশে রাজাকার কমান্ডার হতে পারবেননা? জাতি আপনার কাছে জানতে চায় জনাব মুজাহিদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১০

কমরেড ফারুক বলেছেন: হে হে হে

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২

ক্যান্সারযোদ্ধা বলেছেন: লেখার মর্মটা অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.