নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ফুল ফোটে বনে...যাই মধু আহরণে...দাড়াবার সময় তো নাই

ভাওয়াল০৫

মাছি ভন ভন ,শীতে কন কন

ভাওয়াল০৫ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বিতর্কেও হারলো ট্রাম্পঃ নির্বাচন থেকে তার সরে দাড়ানোর ঘোষনার অপেক্ষা??

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪

ট্রাম্প দ্বিতীয় বিতর্কেও হেরেছে ! সবকিছু মিলিয়ে উনি মাত্র উগান্ডার প্রেসিডেন্ট হওয়ারও যোগ্যতা রাখেন না । টাউন হল ফর্মেটের আজকের বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে বলা হয়, হিলারি সুস্পষ্টভাবে জয়ী হয়েছেন। জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ মনে করেন, হিলারি জয়ী হয়েছেন। ৩৪ শতাংশ মনে করেন, ট্রাম্প জয়ী হয়েছেন।

ট্রাম্প ভালো রাজনীতিবিদ হলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতেন ।কিন্তু সেই সাহস ট্রাম্পের নেই ।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার মত যোগ্যতা হিলারীর নেই ।তাই আমেরিকানদের একটা উল্লেখযোগ্য অংশ এখনো সিদ্ধান্ত নিতে পারছে না ।তারা শেষ মুহুর্ত পর্যন্ত ট্রাম্পের নির্বাচন থেকে সরে আসার ঘোষণার অপেক্ষায় থাকবে ।রিপাবলিকানের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী প্রেন্স ট্রাম্পের জায়গা নিতে পারলে খুব সহজেই হিলারীকে হারাতে পারবে ।

এতে ট্রাম্পও অন্তত বাহবা পেত ।রিপাবলিকানরা যারা ট্রাম্পের প্রতি সমর্থন ফিরিয়ে নিয়েছে ট্রাম্পকে তারাও কাছে টেনে নিতো । কিন্তু এসব ব্যবসায়ী ট্রাম্পের মাথায় ঢুকবেনা ।ট্রাম্প তার একগুয়েমী প্রকাশ করে যাবে । আমেরিকা একজন অযোগ্য নারীকে তাদের প্রেসিডেন্ট বানিয়ে ফেলবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.