নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসে গেল সামুর নতুন নোটিশ বোর্ড, সব সময় আপডেট পেতে "হা" করে থাকুন !!!

ভুয়া নোটিশ বোর্ড

এসে গেল সামুর নতুন নোটিশ বোর্ড, সব সময় আপডেট পেতে "হা" করে থাকুন !!!

ভুয়া নোটিশ বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ইউপিএস সহ জঙ্গী গ্রেপ্তার =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

চট্টগ্রামের লালখানবাজার জমিয়াতুল উলুম আল মাদ্রাসায় গতকাল সোমবার আইপিএস/ইউপিএস বিস্ফোরণের পর সতর্ক অবস্থায় পুলিশ। সারাদেশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে পুলিশ বিমানবন্দরের (পুরাতন) কাছ থেকে ইউপিএস সহ এক জঙ্গী গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি ওই জঙ্গী বিমানবন্দর উড়িয়ে দেয়ার চেষ্টা করছিল!!! :P :P :P :P



গ্রেপ্তার হওয়া জঙ্গী তার হাতে আইপিএস/ইউপিএস তা পরিষ্কার করতে পারেন নাই। তিনি বলেন "আমার কোনো দোষ নাই, আমার হুজুর আমাকে বলেছেন এটা আইপিএস আর পুলিশ দাবি করছেন এটা ইউপিএস!!! আমি কিছু জানি না, সব তেতুল হুজুর জানে " =p~ =p~ =p~



বিশেষজ্ঞদের কাছে এব্যাপারে জানতে চাইলে, কাগু বলেন, "আমিতো আইপিএস/ইউপিএস বিশেষজ্ঞ না, আপনি আইপিএস/ইউপিএস বিশেষজ্ঞ এ কে এম ওয়াহিদুজ্জামান, ফকরুল, আচিপ নজরুল দের কাছে যান " B-)) B-)) B-))



এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, পরে আমি ফেচবুকে স্ট্যাটাস দিয়ে জনাব। B-)



আচিপ নজরুল বলেন, প্রথুম আলুতে কলাম লিখিব তখন দেখেন। B:-)



ফকরুল বলেন, নো কুশ্চেন! নো কুশ্চেন! এখন আমার ফোন বন্ধ আছে। :-P :-P



সামু যতই বলুক, বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

আসলে আমার এই পোস্টের বিষয়বস্তুর স্বত্বাধিকার দায় আমার না...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

রাজীব দে সরকার বলেছেন: হাঃ হাঃ ভালো লিখেছেন

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

ভুয়া নোটিশ বোর্ড বলেছেন: চট্টগ্রামের লালখানবাজার জমিয়াতুল উলুম আল মাদ্রাসায় বিস্ফোরণ হইলো আর আগুন লাগলো ছাগুদের পাছায়! =p~ =p~ =p~

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: একটি উপন্যাস ঃ


' তাহার পাদ ফুটিল , আমার কব্জি উড়িল '

বিষয় ঃ ১। পাদ থেকে আগুন, নাকি আগুন থেকে পাদ
২। ল্যাপটপ পাদ
৩। আইপিএস পাদ
৪। উপিএস পাদ
৫। হাগুনি পাদুনি (এইডা প্রমান বাকি রাখছে)


এখানে প্রমান হিসেবে
আফগান ও তালেবান দের প্রমান কিতাব
"উলালা কুতিব এ ওয়া সালু কাউ মুয়াখালি ওয়া খাবিশে পাদ"
এর রেফারেঞ্চে নেয়া হয়েচে

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এরাই সুধু বলতে পারে ইউপিএস বিষ্ফোরিত হয়েছে।

আইপিএস বা ইউপিএস এ সুধু একটা ব্যাটারি থাকে, আর থাকে চার্জিং সার্কিট। ইনভার্টার সার্কিট।
বড়জোর শর্টসার্কিট হতে পারে ও আগুন ধরতে পারে,
কিন্তু বিষ্ফোরোন হতে পারেনা, হাতের কবজি, আঙ্গুল উড়ে যেতে পারে না, বিল্ডিঙ্গের লোহার গ্রিল উড়ে যেতে পারেনা ফ্যান বাকা হতে পারে না।
মাদ্রাসা কতৃপক্ষ মামুলি আইপিএসের বিষ্ফোরন বলে কোন মতেই দায় এড়াতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.