![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।
দেশের প্রতিটি জেলায় বেকার তরুণ যুবকদের ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ নিয়েছে তরুণ ফ্রিল্যান্সারদের একটি সেচ্ছাসেবী সংগঠন ইনফোনেট। ইতোমধ্যে অনেকে হয়তো এই উদ্যোগ সর্ম্পকে জেনেছেন। বিস্তারিত আরো জানতে পারবেন পত্রিকায়। দেশের প্রতিটি জেলার শিক্ষিত তরুণদের অনলাইনে বিনামুল্যে শেখানো হবে, ওডেস্ক, ফ্রিল্যান্সারসহ বড় বড় মাকের্ট প্লেসের চাহিদা সম্পন্ন প্রোগ্রাম সমুহ। প্রতিটি বিষয়ে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ শেষে কিভাবে কাজ করতে হবে, কাজ নামাতে হবে এবং ফ্রিল্যান্সিং এর কিছু কৌশলও শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ বাংলাদেশকে এগিয়ে নিতে এবং প্রথম স্থানে নিয়ে আসতে এই উদ্যোগের সাথে একযোগে কাজ করে যাচ্ছেন ফ্রিল্যান্সাররা। অন্যান্য প্রতিষ্ঠানে ১৫০০০/২০০০০ টাকায় শেখানো কোর্সসমুহ অদক্ষ আর অনভিজ্ঞ লোকদ্বারা করানো এবং সঠিক দিক নিদের্শনা না পাওয়ায় অনেকে ফ্রিল্যান্সিং এর প্রতি নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে। আশা করি উক্ত প্রতিষ্ঠান দ্বারা সবাই উপকৃত হবে এবং দেশ ফ্রিল্যান্সিং এ এগিয়ে যাবে। যারা শিখতে চান অথবা শিখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না তারা সবাই ইনফোনেট গ্রুফে জয়েন করে বিনামুল্যে শেখার সুযোগ নিতে পারেন। ইতোমধ্যে প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রেজিস্ট্রেশন আগামী পহেলা এপ্রিল শুরু হবে। বিস্তারিত গ্রুফে পাবেন।
যারা মেম্বার আছেন এবং রেজিস্ট্রেশন করেছেন তারা নিমোক্ত লিংক থেকে সিলাবাস ডাউনলোড করতে পারবেন।
ইনফোনেট গ্রাফিক্স ডিজাইন সিলাবাস
ইনফোনেট ওয়েব ডিজাইন সিলাবাস
সবার সুবিধার্থে সিলাবাসটি ইমেজ আকারেও দিলাম।
২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
মহিউদ্দিন আবির বলেছেন: ঢাকা জেলায় কবে হবে ভাইয়া জানাবেন।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
প্রীতম কুমার দাস বলেছেন: page is broken
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
লাইট ভাই বলেছেন: ভাল উদ্দ্যেগ। + + +