![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।
বর্তমানে তরুণদের আরেকটি স্মার্ট পেশা হলো ফ্রিল্যান্সিং, দিন যত যায় ততই আমরা আধুনিকার ছোয়া পাচ্ছি এবং সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে জীবনকে আরো সহজতর করছি, এখন যেকেউ ঘরে বসে কোন পণ্য অর্ডার করলেই পন্য পৌছে যায়, আবার মোবাইলে মোবাইলে মুহুর্তের মধ্যেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকে টাকা চলে আসে, ঠিক তেমনি আপনার একটা ইন্টারনেট সংযুক্ত পিসি থাকলেই আপনি ঘরে বসেই এই স্মার্ট পেশায় নিজের ক্যারিয়ার নিজের ইচ্ছে মত গড়ে তুলতে পারেন তথা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে পারেন, অনলাইনে দেশ বিদেশের যেকোন জায়গা থেকে নিজের ইচ্ছেমত কেনা কাটা করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন বন্ধুর মাঝে আড্ডায়, কোথাও বেড়াতে গেলেন অথার্ৎ যেকোথাও বসে আপনি কাজ করতে পারেন। মনে আছে ২০১১ সালে চিটাগাং এডমিশন টেস্ট দিতে যাচ্ছি, ঔই সময় একটা পুরাতন বায়ারের জরুরী একটা কাজ করে ঔইদিন করে দেওয়ার জন্য অনেক রিকুয়েস্ট করছিলো, গিফ্টও দিবে বলেছে, তাই ঔই সময় ট্রেনে বসেই ৮৫ ডলারে কাজটা শেষ করলাম ৪ ঘন্টায়, কাজ শেষে বায়ার খুশি হয়ে ১৫ ডলার বোনাসও দিলো।
আমরা যা শিখি:
অনলাইনে "ফ্রিল্যান্সিং" নাম কাজে লাগিয়ে অনেকেই এটাকে বিভিন্ন অসৎ পথে পরিচালনা করার চেষ্টা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ডোল্যান্সার, স্পিকএশিয়া, সাইটটক, ইউনিপেটুইউ, আবার দেখা যায় দেশের বিভিন্ন জেলায় আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং নাম কাজে লাগিয়ে কোন রেফারেল লিংক কিংবা পিটিসি সাইটগুলোতে ভিজিট/ক্লিক করতে বলেন, অনেকে আবার ঠিকই সত্যিকার ফ্রিল্যানিসিং মার্কেট প্লেস যেমন ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার ইত্যাদিতে একটা একাউন্ট খুলেই নিজের দায়িত্ব শেষ করেন। অথচ তারা নিজেরাও কখনো এখানে কাজের অভিজ্ঞতা রাখেন না। কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে, সত্যিকার ফ্রিল্যান্সিং এ আগ্রহী যুবদের প্ররোচিত করে।
এই শেখার ফলাফল:
এইভাবে দেশের অধিকাংশ জেলায় ফ্রিল্যান্সিং এ আগ্রহী যুবকদেরকে এ সকল অদক্ষ এবং অনভিজ্ঞতা সম্পন্ন লোকদের মাধ্যমে দু-চারটা ধারণা দিয়ে কিংবা একটা একাউন্ট খুলে দু-চার ক্লাস নিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়, এভাবে ঐসকল প্রতিষ্ঠানের শেখানো প্রক্রিয়ায় এক দুই মাস কাজে এপলাই করে কিংবা পিটিসি সাইটে এক দুই মাস ক্লিক করে এক সময় তারা হতাশা এবং একগেয়েমি অনুভব করে, যার ফলে তারা ধীরে ধীরে ফ্রিল্যান্সিংএর প্রতি আস্থা হারিয়ে হতাশ হয়ে পড়ে এবং পরবতীতে ফ্রিল্যান্সিংয়ের কথা শুনলে তাদের মাঝে একটা নেতিবাচক ধারণার সৃষ্টি হয় কিংবা যারা কাজ করেন নি, তারাও ডোল্যান্সার, স্পিকএশিয়া, সাইটটক, ইউনিপেটুইউ এগুলোর জন্য এটাকে এক ধরণের ধান্দা মনে করেন। এসবের জন্য অনেকে আবার ইচ্ছে থাকলেও পরবর্তীতে আগ্রহ হারিয়ে ফেলেন।আমার জানা এ রকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের অনেক স্টুডেন্ট এ ধরণের প্রতারণার শিকার হয়েছেন। এইসবের জন্য অনেকে ফ্রিল্যান্সিংর উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন কিংবা এটাকে মুল পেশা হিসেবে অথাব পার্টটাইম হিসেবে নিতে পারছেন না।
যা করণীয়:
আমাকে অনেকে প্রশ্ন করে, "ভাই একাউন্ট করতে কত টাকা লাগে?", প্রশ্নটা যারা সত্যিকার ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য হাস্যকর কিন্তু যারা সত্যিকার ফ্রিল্যান্সিং এর ছোঁয়া পাননি তাদের জন্য উদ্বেগের। ভাই, সত্যিকার ফ্রিল্যান্সিং কোন টাকা লাগে না, একটা পয়সাও না, এখানে কোন প্রকার বিনিয়োগ করতে হবে না।
ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত হলো আপনাকে কোন একটা কাজ খুব ভালো জানতে হবে যেমন ওযেব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস, জুমলা, এসইও, ইমেইল মার্কেটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি। এগুলোর যেকোন একটি কাজ আপনি জানলে এবং বায়ারের সাথে যোগাযোগের মত ইংরেজী জানা থাকলে আপনি নিজেকে একটি নতুন জগতে আবিষ্কার করতে পারবেন। সকল হতাশা দুর হয়ে আপনি নিজেকে মুল্যায়ন করতে শিখবেন। তবে এতেও কাজ পাওয়ার কিছু কৌশন আছে।
যেভাবে নিজেকে সফল করবেন:
উপরোক্ত সমস্যাগুলোর কথা এবং ফ্রিল্যান্সিং এ আগ্রহী তরুণদের জন্য আমরা সরাদেশে/প্রতিটি জেলার তরুণদের ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ নিয়েছি, যেহেতু ফ্রিল্যান্সিং করতে আপনাকে যেকোন একটা একটি প্রোগ্রাম ভালোবাসে জানতে হবে, তাই আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চাহিদা সম্পন্ন কোর্সগুলো এবং মার্কেটপ্লেস যেমন ওডেস্ক এ কাজ পাওয়ার কৌশলসহ আপনাকে বিস্তারিত শেখানো হবে।
বিস্তারিত আমাদের সিলাবাস দেখুন। তবে দু:খের বিষয় হলো এখানে শুধুমাত্র যাদের ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আছে তারাই অংশ নিতে পারবেন। কারণ কোর্সটি হবে অনলাইনে। আপনার একটি কম্পিউটার এবং ইন্টারনেট স্পিড ৫১২ কেবিপিএস হলে আপনি দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই আমাদের এই কোর্স করতে পারেন। আমরাই বাংলাদেশে প্রথম সারাদেশে শিক্ষিত তরুণদের অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং শেখানোর উদ্যোগ নিয়েছি, যেটা গত ৪ মার্চ প্রথম আলো তার কম্পিউটার প্রতিদিন পেইজে দিয়েছিলো "বিনামুল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শিরোনামে" Click This Link
ইতোমধ্যে আমাদের মেম্বার সংখ্যা সাড়ে একুশ হাজারের (21500 member) ছাড়িয়ে গেছে এবং প্রতিদিন ১০০ এর উপর মেম্বার জয়েন করছেন।
যেভাবে অংশ নিবেন: আমাদের প্রতিষ্ঠানের নাম ইনফোনেট, কোর্সে অংশ নিতে হলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/infonetbd/ তে জয়েন করতে হবে এরপর আমাদের আপনি শিখতে চাইলে সেখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের ওয়েবসাইট লিংক(http://www.infonetbd.org/registration/) দেওয়া আছে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে আমাদের স্টুডেন্ট গ্রুপে যোগ করা হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফাইল দেওয়া হবে। সেগুলো সেট-আপের টিউটোরিয়ালও পাবেন। এরপর আপনাকে ক্লাস ও ব্যাচের সময়সীমা বলে দেওয়া হবে। এখানে চাকরীজীবীরাও অংশ নিতে পারবেন কারণ রাত ১১টা পর্যন্ত আমাদের ব্যাচ আছে।
যেকোর্সগুলো শেখানো হবে:
ওয়েব ডিজাইন(এইচটিএমএল, সিএসএস, পিএসডি টু এইচটিএমএল, টেমপ্লেট ডিজাইন, আরো বিস্তারিত গ্রুপের সিলেবাসে)।
ওয়ার্ডপ্রেস (ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন ডেভেলপমেন্ট, আরো বিস্তারিত গ্রুপের সিলেবাসে)।
ফটোশপ(লোগো ডিজাইন, বিজনেসকার্ড ডিজাইন এবং ফটোশপ সর্ম্পকিত অন্যান্য কাজ, আরো বিস্তারিত গ্রুপের সিলেবাসে)।
এসইও (বিস্তারিত সিলেবাস)
ইমেইল মার্কেটিং(আরো বিস্তারিত গ্রুপের সিলেবাসে)
আর্টিকেল রাইটিং (আরো বিস্তারিত গ্রুপের সিলেবাসে)।
প্রতিটি প্রোগ্রাম আলাদা আলাদা,
মোট প্রোগ্রাম: ৬টি,
প্রতিটি প্রোগ্রামে: ১৫টি লেকচার/ক্লাস। (প্রোগ্রামের উপর ১২+ ফ্রিল্যান্সিং ৩)।
প্রতিটি প্রোগ্রামের সময়: ৪৫ দিন।
যা যা দেওয়া হবে: আজীবন মেম্বারশীপ(স্টুডেন্ট গ্রুপে), লেকচারশীট এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
কোর্স ফি: অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই কোর্সগুলোর মূল্য ১৫০০০ থেকে ৩০০০০ টাকাও আছে এর সাথে আপনার বাসা থেকে আসা যাওয়ার সময়+ভাড়া অন্তভুর্ক্ত।
আমরা প্রথমে বিনামুল্যে শিখানোর উদ্যোগ নিয়েছিলাম এবং সেখানে অনেকগুলো শর্ত ছিলো, তবে তাতে সমস্যার সৃষ্টি হওয়ায় বর্তমানে কোন শর্ত ছাড়াই আমরা সবার করার সুযোগ করে দিতে শুধুমাত্র ৫০০ টাকায় কোর্স করার সুযোগ করে দিয়েছি।
যেভাবে কোর্সে অংশ নিবেন:
আমাদের উল্লেখিত ৫টি কোর্সের যেকোনটিতে আপনি অংশ নিতে পারেন।প্রতিটি কোর্স ফি ৫০০টাকা।
রেজিস্ট্রেশনের নিয়ম:
আপনি বিকাশ কিংবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের কাছে টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন উক্ত নাম্বারটি এবং ট্রান্সাক্শন নাম্বারটি মনে রাখুন( সংরক্ষণ করুন।)
বিকাশ নাম্বার: ০১৬৭৯৮২৪১৯৫/01679824195 (personal)
ডাচ-বাংলা নাম্বার: ০১৯৪৮৮৫৮২৫৮৮/019488582588
এবার নিচের ফর্মটি পুরণ করুন
সবগুলো ফিল্ড ইংরেজীতে পুরণ করুন।
এবার আপনার পুর্ণনাম,
ইমেইল,
মোবাইল(ব্যক্তিগত নাম্বার),
ঠিকানা, অবশ্যই জেলা, উপজেলার নাম লিখতে হবে।
ট্রান্জাকশন নাম্বারের জায়গায় যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন উক্ত নাম্বারটি উল্লেখ করুন।
আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপের সদস্য না হন, তাহলে রেজিস্ট্রেশনের পর আপনাকে আমাদের ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/infonetbd/ এর মেম্বার হতে হবে। রেজিস্ট্রেশনের পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সেখান থেকে শুধুমাত্র স্টুডেন্ট এর জন্য আমাদের আরেকটি গ্রুপ আছে সেখানে আপনাকে এড করবো।আপনার ব্যাচ নং, কোর্সের সময়, সিলাবাস, লেকচারশীট কোর্সের জন্য প্রয়োজনীয় সফ্টওয়্যার ও ডকুমেন্ট ঔই গ্রুপে পাবেন।এছাড়া আপনার পার্সোনাল কিছু বলার থাকলে আমাদের ফ্যানপেইজ: https://www.facebook.com/infonet13 তে মেসেজ করে জানাতে পারবেন।
কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন: শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ দিন
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
রিয়াজওয়ার্ল্ড বলেছেন: আমি ও চাই