![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।
ঈদের পর পরই শিক্ষা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর মুখোমুখি হবে তোমরা,
হয়তো এই ভার্সিটি চান্সই ঠিক করবে, তুমি ভবিষ্যতে কি করবে?
অনেকে রাত-দিন ১৮ থেকে ২০ ঘন্টা পড়েও চান্স পায় না, আবার অনেকে ডেইলি ৫ ঘন্টা পড়েও চান্স পায়। পরিশ্রম করলেই যদি চান্স হতো, তাহলে গাধা হতো বনের রাজা। আসলে দরকার সঠিক সিদ্ধান্ত, প্রযুক্তির সাথে আপডেট এবং অভিজ্ঞতা।
সারাদিন টেবিলের সামনে বসে থেকে পড়তে পড়তে বিরক্ত লাগে?
—————————————————————
ভার্সিটি এডমিশনটা নতুন বউয়ের মত, প্রথম প্রথম অনেক আগ্রহ, নিজেকে হিরো হিরো মনে হয়, এরপর দিন যত যায়, তত মনে হয় এই ঝামেলা কবে শেষ হবে? তখন এক নাগাড়ে টেবিলে বসে থাকাটা বিরাট ধৈর্যের পরীক্ষা, ঠিক যেমন ঘরের বউকে সহ্য করা.. :p
আজ আপনাদের এমন একটা সাইটের সন্ধান দিবো, যেটা ঘরের বউয়ের মতই আদর যত্ন করে পড়ালেখা গিলাবে, বোর ফিল হবে না, বরং মজা আর আনন্দে মাধ্যমে সহজেই পড়া মুখস্থ হবে।
ফেসবুক ছাড়তে ইচ্ছে করছে না?
———————————
সমস্যা নেই..সাইটে আছে ছেলে মেয়ে সব শিক্ষার্থীকে সেখান থেকেও আপনি ভর্তিচ্ছুদের বন্ধু বানিয়ে একসাথে লেখাপড়া করতে পারবেন, ফেসবুকের মতই সেখানে স্ট্যাটাস দিতে পারবেন, বন্ধু-বান্ধবের সাথে ইনবক্সে চ্যাট করতে পারবেন। কে এই মুর্হুতে কি পড়ছে তা দেখতে পারবেন।
একা একা পড়তে ভালো লাগে না:
———————————-
সাইটে আছে, গ্রুপ রিডিং, লাইভ্রেরি, রিডিং শেয়ারিং, নোট এবং আলোচনা, তাৎক্ষনিক শিক্ষকের সাথে যোগাযোগ, পড়ালেখার উন্নতিধারা, র্যাংকিং সিষ্টেম/মেধা তালিকা, ব্যাজ যেমন কুইজ এবং মডেল টেস্ট এ ৮০ এর উপর পেলে এ+ ব্যাজ আপনার প্রোফাইলে দেখাবে), আরো প্রচুর ফিচার যা পুরো স্টাডিকেই আপনার কাছে এডভেন্চার করে তুলবে। সাইটটির নাম ইশিখন.কম (eshikhon) সাইটে ভর্তি হওয়ার পর উপরোক্ত ফিচারসহ পড়ালেখা সর্ম্পকিত প্রায় ৩০+ ফিচার পাবেন, যেখানে অন্যান্য সাইটে মাত্র ভিডিও, কুইজ, লিখা, র্যাংকি ৪/৫ টি ফিচার।
অন্যান্য সাইটে মাত্র ৩০/৪০ টি মডেল টেস্ট প্রতিটিতে ২০/৩০টি করে এবং একটা সাইটে টোটাল ২/৩ হাজার প্রশ্ন। ইশিখন.কম এ আছে ২০০০+ টি মডেল টেস্ট, প্রতিটিতে ২০ থেকে ১৫০ টি প্রশ্ন, সর্বমোট প্রায় ৬০,০০০ প্রশ্ন। যা সকল সাইট মিলেও এর অর্ধেক হবে না।
সবশেষে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো, তোমাদের সফলতাই জাতির আগামী দিনের মেরুদন্ডকে দাড় করাবে।
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৪:৪৩
ফরিদ আহমাদ বলেছেন: ভালো পোস্ট।
কাজে দেবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৩:৫২
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: কাজে দেবে।