![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। আর সেই মানুষ প্রজাতির কিছু গুণ আমি রপ্ত করেছি যার কয়েকটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি মাত্রঃ১, তুচ্ছ বিষয় নিয়ে মাথা নষ্ট করা।২, অপরের সমালোচনা করা।৩, নিজের দোষ গুলো ছোট করে দেখা।৪, অপরের উন্নতি দেখে ঈর্ষা করা।৫, সুযোগ পেলেই অসৎ পন্থা অবলম্বন করা।৬, প্রয়োজনের অতিরিক্ত চাহিদা।৭, মানুষের কান ভারী করা।৮, বিনা পরিশ্রমে অধিক সফলতা আশা করা।৯, সর্ব ক্ষেত্রে সুবিধাবাদী মনোভাব পোষণ করা।আমার এই গুণ গুলোই আমাকে আংশিক মানুষে পরিণত হতে সহায়তা করেছে।তবে কিছু পশুর সাথে আমার বেশকিছু মিল আছে,১, আমি বিড়ালের মত আরাম প্রিয়।২, পিঁপড়ার মত সঞ্চয়ে ভালবাসি।৩, গরুর মত নিরীহ আমার মন।৪, মাঝে মাঝে শিয়ালের মত পান্ডিত্ত করি।৫, প্যাঁচার মত রাত জাগতে ভাল লাগে।৬, পাখির মত স্বাধীনতা পছন্দ করি।পরিশেষে বলতে চাই, সৃষ্টি জগতে আমি একটি প্রাণী।তাই নিজেকে প্রাণী ভাবতেই ভাললাগে এর বেশি কিছু হয়ে অন্য প্রানীর সম্মানে আঘাত দিতে চাই না, হয়তো পারবও না।
বলেছিলাম ভালবাসি।
সে বলেছিল যদি আমার কথা মত চল তবেই আমাকে পাবে।
আমি বললাম পারব।
সে বলেছিল, রোজ কল দিতে হবে।
-দিতাম।
-রোজ I love u বলতে হবে।
-বলতাম।
-রোজ সকালে একটি করে তাজা গোলাপ দিতে হবে।
-দিতাম।
-জীবনের চেয়ে বেশি ভালবাসতে হবে।
-বাসতাম।
-সিগারেট ছেড়ে দিতে হবে।
-দিয়েছি।
-চুল ছোট রাখতে হবে।
-রেখেছি।
-অন্য মেয়ের সাথে কথা বলা যাবে না।
-বলতাম না।
-রাস্তার মোড়ের দোকানে বসে আড্ডা দেয়া যাবে না।
-দিতাম না।
এভাবে তার সব কথা রাখার চেষ্টা করতাম। কখনো না বলিনি। কিন্তু আজ!
-আজ বলল, আমাকে ভুলে যাও।
-আমি বললাম, চেষ্টা করব।
কিন্তু এটা কেমন অভিশাপ। হাজার চেষ্টা করেও আমি পারি না।
তোমার সব কথা আমি মানতে পারি, কিন্তু এই কথাটা না।
সত্যি বলছি আমি পারব না।
©somewhere in net ltd.