![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। আর সেই মানুষ প্রজাতির কিছু গুণ আমি রপ্ত করেছি যার কয়েকটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি মাত্রঃ১, তুচ্ছ বিষয় নিয়ে মাথা নষ্ট করা।২, অপরের সমালোচনা করা।৩, নিজের দোষ গুলো ছোট করে দেখা।৪, অপরের উন্নতি দেখে ঈর্ষা করা।৫, সুযোগ পেলেই অসৎ পন্থা অবলম্বন করা।৬, প্রয়োজনের অতিরিক্ত চাহিদা।৭, মানুষের কান ভারী করা।৮, বিনা পরিশ্রমে অধিক সফলতা আশা করা।৯, সর্ব ক্ষেত্রে সুবিধাবাদী মনোভাব পোষণ করা।আমার এই গুণ গুলোই আমাকে আংশিক মানুষে পরিণত হতে সহায়তা করেছে।তবে কিছু পশুর সাথে আমার বেশকিছু মিল আছে,১, আমি বিড়ালের মত আরাম প্রিয়।২, পিঁপড়ার মত সঞ্চয়ে ভালবাসি।৩, গরুর মত নিরীহ আমার মন।৪, মাঝে মাঝে শিয়ালের মত পান্ডিত্ত করি।৫, প্যাঁচার মত রাত জাগতে ভাল লাগে।৬, পাখির মত স্বাধীনতা পছন্দ করি।পরিশেষে বলতে চাই, সৃষ্টি জগতে আমি একটি প্রাণী।তাই নিজেকে প্রাণী ভাবতেই ভাললাগে এর বেশি কিছু হয়ে অন্য প্রানীর সম্মানে আঘাত দিতে চাই না, হয়তো পারবও না।
***তিনমাস আগে।রাত ১টায় বয়ফ্রেন্ডকে ফোন করেছে মেয়ে।
-হ্যালো, জান। কি কর?
-খেলা দেখি জান।
-কার খেলা?
-বার্সার। জানো, আজকে নেইমার অসাম একটা গোল দিছে।
-কেন?মেসি দিতে পারে নাই?
-না। আসলে হয়েছে কী?মেসি পাস দিছে আর নেইমার গোল করছে।
-হুম। তা রাত জেগে খেলা দেখলে হবে! ঘুমাবা না, জান।
-এত রাতে তোমার মায়াবী কন্ঠ না শুনে কি ঘুমানো যায়?
-মায়াবী কন্ঠ না ছাঁই।তুমি তো খেলার জন্যে জেগে আছ।আমার কথা কি তোমার মনে আছে?
-অলে আমার শোনা জান পাখি।তোমার জন্যেই ত জেগে থাকি।বার্সার খেলা ত বাহানা।
-হয়েছে। আর ঢং করা লাগবে না।এবার ঘুমিয়ে পড়।
-গোওওওল•••
-কি হল।
-জানু, তোমার মেসি এই মাত্র গোল দিল।
-আল্লাহ সত্যি!
-হ্যাঁ, আর পাস কে দিছে জান? নেইমার।
-নেইমার অনেক কিউট। সে মেসি ছাড়া কাউকে পাস দে না।
-হুম, জান এবার তুমি ঘুমিয়ে পড়। 1 4 3
-ঠিক আছে। তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 1 4 3 too.
***বর্তমানে
ছেলেঃ জান, আজকে নেইমার অসাম এক গোল করেছে।
মেয়েঃ কচু করছে। নেইমার মেসির জায়গায় কিচ্ছু না।
-ভাব। নিয়ে লাভ নাই।ব্রাজিল এবার হোস্ট। কাপ এবার আমরাই পাব।
-কচু পাবে।আর্জেণ্টিনার টিম দেখছ। ৫টা স্ট্রাইকার নিয়ে মাঠে নামবে। আমরা এবার গোলের বন্যায় ভাসায় দিব।
-আন্ডা পারবে। ব্রাজিলের যেমন এটাক তেমন ডিফেন্স। মেসির ঠ্যাং ভেংগে হাতে ধরায় দিবে।
-ঐ মেসিকে নিয়ে আবালের মত কথা বলবে না।নেইমার কি হ্যাঁ, বাতাস লাগলে পড়ে যায়। খেলতে নামে নাকি হামাগুড়ি দিতে নামে বুঝা যায় না।
-কি বললে তুমি? জানো নেইমার••• ••• ব্লা••• ব্লা••• ব্লা•••
-নেইমার কচু পারে। জানো মেসি••• •••ব্লা•••ব্লা•••ব্লা•••
-মেসি আমার কেসি।
-ঐ তুই আমার সাথে কথা বলবি না।
-কি??? তুই আমার সাথে এভাবে কথা বলছিস।
-হ্যাঁ বলছি। তোর মত বেয়াদবের সাথে এর চেয়ে ভাল ব্যবহার করা যায় না।
-হে হে হে। তোর মত ফালতু মেয়ের সাথে কথা বলতে আমার বয়েই গেছে।
-আজ থেকে তোর সাথে কোন সম্পর্ক নেই। ব্রেকআপ।
-ব্রেকআপ।
(বিশ্বকাপ দেখে কেউ হাসিছ নে ভাই।পেছনে তার ব্রেকআপ হাসে। )
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪০
খেয়া ঘাট বলেছেন: গতকাল সার্বিয়ার সাথে ব্রাজিলের খেলায় নেইমার খুবই বাজে খেলেছে। শেষপর্যন্ত তাকে বদলী খেলোয়াড় দিয়ে মাঠ ছাড়তে হলো।