![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। আর সেই মানুষ প্রজাতির কিছু গুণ আমি রপ্ত করেছি যার কয়েকটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি মাত্রঃ১, তুচ্ছ বিষয় নিয়ে মাথা নষ্ট করা।২, অপরের সমালোচনা করা।৩, নিজের দোষ গুলো ছোট করে দেখা।৪, অপরের উন্নতি দেখে ঈর্ষা করা।৫, সুযোগ পেলেই অসৎ পন্থা অবলম্বন করা।৬, প্রয়োজনের অতিরিক্ত চাহিদা।৭, মানুষের কান ভারী করা।৮, বিনা পরিশ্রমে অধিক সফলতা আশা করা।৯, সর্ব ক্ষেত্রে সুবিধাবাদী মনোভাব পোষণ করা।আমার এই গুণ গুলোই আমাকে আংশিক মানুষে পরিণত হতে সহায়তা করেছে।তবে কিছু পশুর সাথে আমার বেশকিছু মিল আছে,১, আমি বিড়ালের মত আরাম প্রিয়।২, পিঁপড়ার মত সঞ্চয়ে ভালবাসি।৩, গরুর মত নিরীহ আমার মন।৪, মাঝে মাঝে শিয়ালের মত পান্ডিত্ত করি।৫, প্যাঁচার মত রাত জাগতে ভাল লাগে।৬, পাখির মত স্বাধীনতা পছন্দ করি।পরিশেষে বলতে চাই, সৃষ্টি জগতে আমি একটি প্রাণী।তাই নিজেকে প্রাণী ভাবতেই ভাললাগে এর বেশি কিছু হয়ে অন্য প্রানীর সম্মানে আঘাত দিতে চাই না, হয়তো পারবও না।
মেয়ে: কী হয়েছে তোর?
আমি: কই? কিছু না?
-তাহলে?
>তাহলে কী?
-লিখিস না কেন?
>মানে কি? কিছুই তো বুঝছি না।
-মানে, আগের মত গল্প লিখস না কেন?
>ও এই কথা।
-কিরে উত্তর দিস না কেন?
>না মানে, আসলে সময় পাই না।
-লেখার জন্য আলাদা সময় লাগে?
>হুম।
-তোর কী এমন কাজ যে সময় নাই?
>আছে তো। অনেক কাজ।
-ফাজলামি করিস আমার সাথে? সারাদিন তো fb তে পড়ে থাকিস।
>হুম, না না।কি বলিস? আমি fb তে থাকি না।
-ঐ মিথ্যে বলবিনা। কাল থেকে লেখালেখি করবি।
>আসলে সময় পাচ্ছি না। কাগজের মোড়ক নিয়ে ব্যস্ত আছি।
-কাগজের মোড়ক? সেটা আবার কি?
>short film
-তুই শর্ট ফিল্ম বানাবি? কে দেখবে? আজাইরা টাইম আর টাকা নষ্ট করার দরকার আছে?
>তোরা মেয়েরা এমন কেন? কিছু করার আগেই টাকার চিন্তা করিস!
-দর্শক পাবি কই?
>তাদের কি দরকার? তুই আছিস না?
-যাহ। ফাজিল।
>হুম সেটাই তো বলবি। বাকীটুকু না বলাই রয়ে যাবে।
হা হা হা, গল্পের ফাঁকে ছোট-খাট একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম।হ্যাঁ আমারই বানানো প্রথম শর্ট ফিল্ম কাগজের মোড়ক। কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। আমি শুধু ইউটিউব লিংকটা শেয়ার করলাম।
২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২
চানাচুর বলেছেন: ঝকমকি কোনো দৃশ্য নাই, কোনো ডায়ালগ-ও নাই। তাই সম্পূর্ণটা দেখার আগ্রহ হয়নি। দু:খিত ভালো লাগেনি।
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৬
আশার বাপ বলেছেন: Somalocona korar jonne dhonnobad
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭
সপ্নডানা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল (Y)
http://tech-tips99.blogspot.com/