![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# ভালবাসা অানলিমিটেড..
শূন্যতার দেয়াল পেরিয়েই প্রত্যাশার আলোকিত আকাশ। দেখো— স্বাধীন বাংলাদেশের ভোরের শিশু হাঁটে মানচিত্রের বুকে। পঞ্চম সুখী দেশের একমুঠো হাসি ভাসে স্বদেশের চোখে। দেখো— সবুজ এবং রোদেলা সবুজের মাঝে বড় হয়, প্রিয় মানুষ। এমনই প্রত্যয়ী প্রয়াসে— কোয়ান্টাম কোড সূত্র ছাড়া; তুমিও পড়তে পারো হৃদয়ের ভাষা।
বিশেষ দ্রষ্টব্য অংশে লিখে রাখি আগামীর ইচ্ছেসমূহ। প্রেম জীবনের পাশে হে বিগত কোন পথে ফিরতেন বাড়ী? কোন পথে শ্রেণী সংগ্রাম শেষে, ক্লান্ত পূর্বপুরুষ মানবতার উচ্চতায় লিখতেন বন্দনা গীত। এসো স্বপ্ন তৈরি করি— বাক্যের জন্য কত জীবন হারিয়ে যায়। হাজার বছরের নির্যাতিত মানুষের আর্তনাদ মিশে। সমাজের ভাগ-বিভাজন সহজ চোখে ভাসে। তবুও একখ- নিরাপদ আগামীর জন্য বেঁচে থাকি। বাঁচিয়ে রাখি স্বপ্ন-সমষ্টি।
বহুমাত্রিক রঙমাখা আবরণে ঢেকে রাখা, কোন সে কথা?.. যা শোনার জন্য উন্মুখ থাকে যে হৃদয়। হে কথাকার, কতদিন পর উষ্ণতা মেখে। লাল-নীল মাটির জায়গা জমিন রেখে, কতখানি ভালবাসার বায়না জমা হয়। বর্ষার রাতে যে কাহিনীর প্রথম পাঠক হও। যে নিজস্ব ঘরে আবেগের মায়া টেনে দাও। সে আয়োজন যদি মুছে দেয় কষ্টের দাগ। মনের কথা তুলে রাখিও— যেখানে পরাগ।
বিশ্বাস রেখেই জীবনের গল্প আসে। অতি সাধারণ মানবীয় গুণাবলী সঙ্গে করে আমিও বিশ্বাস করি— বাকী অর্ধেক নি:শ্বাসের দোলাচলে.. সময় কি সর্বোচ্চ দামে কেনা যায়? যায়নি বলেই তো একদিন অতীত হবে। স্মরণে পড়বে মনে.. দিন বছরের খুচরো পাতায়।
প্রথম দেখার দিনে ফুল আনিনি, এনেছিলাম পুষ্প। লজ্জা মাখা আনত মুখ খানি দেখার মায়ায় কতবার খুলেছি বুকের কপাট। যেখানে বসত করে আমার জন্ম-নিগড় মাতৃভূমি। অতীত হবে সময়, সম্পর্ক এবং আদর। অতীত হবে ষড়ঋতুর রঙিন প্রচ্ছদ। সুখ পাখিদের শব্দ ছায়ে, জন্ম হবে মায়াবী শব্দমালা।
কিছু জানতে নিশ্চিন্ত ধ্যানে হাতখানি ধরে রাখার; এমন অভ্যাসও অতীত হবে। তবু মনে করো— যদি বিনিদ্র রজনী না হয় নি:শেষ। মনে করো চান্দ মুখে ফোটে জোৎন্সার আলো। কতখানি যুগল ছায়া দেহ ভরে নেয়া যাবে বলো? ছেড়ে দেবার আগে ঢেকে যাবে অন্ধকার। পূর্ণ সম্বন্ধ রোপণ করে গড়ে উঠবে পরিবার।
কোয়ান্টাম কোড সূত্র ছাড়া— পড়তে পারো আমার হৃদয়ের ভাষা।
©somewhere in net ltd.