![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ে প্রিয়জনে’র জন্য চাঁদোয়া দিয়ে ঢেকে রাখি নিষিদ্ধ শব্দাবলি। কুলীন কষ্টরা অনুস্বারে মাত্রা দিল না যে.. অমনি করে জীবন-নৌকার অর্ধনাব আটকে থাকে খেয়াঘাটে। হয়ত: সুখে আছো সে শংকায় আর খোঁজতে যাইনা।
প্রযত্নের ঠিকানার খবর রাখোনি বলে পিয়ন কোন চিঠি বিলি করেনা। না-জানি সংশয় কাটেনি বুঝিবা এখনো। বেনামী মনুজ তারুণ্যের সিঁড়ি টপকায়। দুখের সুরতহাল পড়ে থাকে পিত্রালয়ে।
ধ্বনির অঙ্গনে প্রতিধ্বনির রোদন বাজে বুকের মাঝে। বসন্তের বার্ষিকীতে ভাটা পড়ে অনর্পিত দান। প্রান্তিকের তরে তরণী বেয়ে সাজায়েছো সযত্ন কারুকাজে। আমি তার জন্য পুষে রাখি যত অভিমান।
হ, তুমি সুখি হ
র, তুমি সুখে র।
২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৫
ওয়ালি মাহমুদ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: দারুন।
+++