![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কথায় আবেদন কর। কর্ম থেকে ক্রিয়া পর্যন্ত নিয়ে যাও কোন দৈন্য ভাষা ভুলে। সেটা সপ্তমী হলে তোমার কাছেই থাক। খারিজ করে দিও। কৈশরের ঘটনাপঞ্জির পুঁথি বিছিয়ে দিলে তুমি অবসর নিতে পার সেখানে আজীবন।
গল্পের সঙ্গে নাটকের প্রথম বন্ধনী ভেঙে গেছে। যা আছে, সকলি মিছে হারিয়েছে কোন দূর অবেলায়। হয়তো এখন সে মমি। সাধনে-ভজনে তত্ত্বের কালীক নাড়ি ছিঁড়ে সময়ের। একশ’ বছর পর ধ্বংসপ্রায় দেহাবশেষে খাঁজ কাটবে অজানা প্রত্নতাত্ত্বিক।
মাটি তাপে শিরায় শিরায় জ্বলে-নিভে আঢ়মাইয়া বজ্রপাত। উদ্ভিন্ন নিশায় হাত কাঁপে পরাণের। খরতাপে চৌচির হয় অফুরান চাহিদা সমতে মানব প্রজাতির। জনম নগ্নতাকে ভুরু কুচকে নাগর, তবুও পাঁজরের ডান ছাড়ে না।
©somewhere in net ltd.