![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বিভায় উদ্ভাসিত কাব্যের সংব্যান খোলার আশায় গিঁট দিয়েছে মুক্তকছন্দ। কোথাও স্বগত কথন, কোথাও অন্যথা। অক্ষরের বীক্ষণে সন্নিকর্ষ হয়ে ভাসে জলবিম্ব। প্রতিপাদ্য বিষয়াবলী বাস্তুহারা সমিতি গড়ে।
স্বতন্ত্র ঘরানার সারাংশ মিলে আবারো ইজারাদারের তালিকার নাম দিয়েছি। হাজারো ব্যস্ততায় প্রকৃতি ঢালি সাজায়ে দেয়। তারই মাঝে খুঁটে খুঁটে তুলে নিই সযতনে। আনকোরা মোড়কে দেহ-সঞ্চয়ী হিসেবে জমা রাখি।
উপমিত কবিতার উপমান নির্ধারণের জন্য ক্লান্তিহীন অভিনিবেশ। প্রান্তে যাবার অভিলাষে প্রতীকী অনশন করেও যেতে পারিনি। সে কতদূর? স্বজনহীন অকৃতদারের নিকট সকলই প্রদেয়। তারপরও থেমে নেই। না দেখা পর্যন্ত যদ্যপি।
©somewhere in net ltd.