![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিরাম শ্রমসিদ্ধ করে, দিন রাত ভেঙে, অজানা গলি ধরে হেঁটেও জানা নেই জীব পিরামিডের তৈরি পদ্ধতি। সময়’র ওকূল পেরিয়ে এসে ওবা নিমগ্ন মানুষ, তোমার সুখ-দুখ দেয়া ব্যক্তি হয়তো বেঁচে নেই। এমন তো কেউ নেই, বলতে পারে কষ্ট নেই।
সুখের ভেতরে অসুখীর বীজ জন্মে জনমে-জনমে। অস্থির অবকাটামোর মধ্যেও বন্ধ হয় না সদর দরজা। স্কন্ধে বহনকৃত মৃত্যুর দাগ রয়েছে গোত্রবাসীর। প্রতিটি প্রাণের জন্য অপেক্ষায় রয়েছে মৃত্যুর সে পথ। বুকের জমিনে পায়চারি করা অন্যমানুষ তাগাদা দেয় মার্জনা গ্রহণ কর।
বিরাণভূমে অপূর্ব ছন্দে শৈল্পিক কারুকাজে স্নাত হয় বৃষ্টি। ভূ-ভাগ ভরে ওঠে সবুজ ছায়ে। সৃষ্টির বাগানে বিরাজমান জাগ্রত চোখ।
সূর্যোদয় আর সূর্যাস্তে লগন। এ যেন- ১৩০৩ সালের আজান-শোনা ভোর স্পর্শ করা গৌড় রাজ্যের বুক।
©somewhere in net ltd.