![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্তিকী পূর্ণিমায় তোলপাড় করে মনের আকাশ। আদিমশক্তি বিপন্ন হয় যযাতির সনে। অপ্রতিরোধ্য কামনায় ছুঁয়ে ফেলে হৃদয়ের সবটুকন। নতুন স্বপ্ন-প্রেরণা যদিনা জীবন ডুবে থাকে শয়ানে। সন্ধ্যার আঁচল না খোলে, অন্ধকারের গহীন ঘোমটা খুলি। ষাট ওয়াটের আলোয় কবিতার টেবিলে বসে উদাসী মুহূর্ত সমষ্টি, আলমারিতে ভাঁজ করে চিন্তার লঘুযতি। অক্ষরবৃত্ত নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে জানালা মেলে। স্বরবৃত্তের নিশি হলে নেশার বোতাম টেনে ধরে মাত্রাবৃত্তের পূর্ণযতি।
রুদ্ধ মনের এক কোণে জীয়নকাঠিতে কষ লাগিয়ে লিখে রাখি সুরেলা বেহাগ। বীজের পানদানে চুনদানি হয়- জয়তুনের পরাগ।
©somewhere in net ltd.