নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ালি মাহমুদ

সম্পাদক, লোকন লিটলম্যাগ। [email protected]

ওয়ালি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিবেক, ধবংস এবং অতঃপর

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৪


মগ্নতার সুলুক সন্ধানে নির্যাতিত মানুষের জন্য মর্মাহত হয়ে ‘আমি কষ্ট পাচ্ছি’ বাক্যটি লেখা হোক পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি বিবেকের দেয়ালে। মানুষের প্রত্যাশা পূরণের নেপথ্য শক্তির শূন্যতায়, কান্নার শিকল ধরে দাঁড়িয়ে রয়েছে মানবতা। কথিত সমৃদ্ধ জনপদের বিধ্বস্ত পুরাকীর্তিগুলো কালের সাক্ষী হয়ে থাকে। নির্যাতনের মর্মস্পশী ইতিকথাও মিলিয়ে গেছে ইমারত খসে। তখন দার্শনিকের দর্শনগুলো সংকলিত হয়ে বাঁচে। কেউবা আপ্লুত হয় কেউবা যাঁচে।

শাসন ও শোষণ মিলে শত বছরের সৌন্দর্যের অপার উৎসরণ, মাঘের রোদের মিহি দহনে মিশে যায় মাটিতে। সংবেদনশীল সত্তার একরৈখিক অবস্থান। এ যে অনুপাত নহে, সমানুপাত। চাই অভিব্যক্তির চিরায়ত প্রকাশ।

সমাধান উৎরে দেবার মতো কোনো আগ্রাসী মতবাদ বাঁধেনি কেউ। এখনো সাফ কবালা মূলে অংশীদারীত্বের অসমাপ্ত প্রকল্পগুলো সাম্রাজ্যবাদীরা বেঁধে রাখে লাল ফিতায়। কিন্তু আর কতদিন? নীরব প্রতিবাদের স্রোত একদিন জ্বলে উঠবেই। সেদিনের আলোর মিছিলের বাঁধ ভাঙা জোয়ারেই হবে তাদের প্রয়াণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.