![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়া ছেঁড়ার টুকরো গল্প।
সায়ন্তন বেলা ছিল তখন। অন্তরার অনুনয় নিয়ে জিজ্ঞাসিলে, কি দেখছো? নয়ন আপন গতিতে স্থান নিল নীলিমায়। শিরশির করা উপশিরাগুলো হিমায়িত হল। থমকে দাঁড়ালো জীবন্তিকা, স্পৃষ্ট হতে চাইল। কিন্তু গ্রাস করল মোহনাবেগ। তখন তৃষিত স্বাক্ষ্য বহনকারী সময়ে বিপরীত গ্রীবার প্রতিদানে মত্ত আলজিব, ওষ্ঠ। শেষাগ্রে পর্যালোচিত পদাবলি।
তোমার ও চোখে বর্ষা নামুক, শ্রাবণ আসুক। নীল অধরে প্রিয় সকল ঢেকে রাখুক।
©somewhere in net ltd.