নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ালি মাহমুদ

সম্পাদক, লোকন লিটলম্যাগ। [email protected]

ওয়ালি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নির্বাসনে, নির্বাচিত দ্রোহ

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৬



নাগরিক দ্রোহে। প্রত্যাশা হারানোর কষ্টে। কথিত আধুনিক যুগ, অতীতের দিকে ধাবিত হবার। ইস্যু চাই। লাশের বিনিময়ে। হোক না হোক। প্রয়োজনের দাবী। কোথাকার কে হে ভাবুক তুমি- মৃত্যু তোমায় গ্রহণ করুক। অসমর্থ দায়ভারে আক্রান্ত গণতন্ত্র। গন্তব্য বিহীন চলমান পদ। শোক বহরের করাল ধরে হাজারো বিবৃতি। ভোগ্য অধিকারে অংশীদার। স্বদেশ, সীমানা জুড়ে দাগ-রক্তের। অনুতপ্ত দংশিত নিরপেক্ষ চোখ।

সন্ত্রাসের এপথ-ওপথ ঘুরে পাপের ভারে ন্যুব্জ হয় জাতীয়তাবাদ। সে দেশী, তাই বেশি বিভক্তি ধায়। চাহিদার নিকট মেনেছে হার, সযতনে বসত করা সংসার। বধূর দাবি, থেমে যাওয়া চুড়ির শব্দ, অনুরোধের চিরকুট; আগামীর প্রতিশ্রুতি দেয়া প্রশ্নবিদ্ধ বিবেক। অর্পিত সম্পত্তিতে শবের মিছিল, একে একে অনেক। শত বর্ষের মৌরসী সম্পত্তি বেদখল হয়। নিয়তির কাছে প্রতিবাদে কিংবা অনুতাপে প্রিয় নাগরিকের লাশ, আর কত?

সমাধিমূলে মালিকানা সমৃদ্ধ এক খণ্ড জমি চাই, মৃত্তিকার মানুষ হয়েও আমি মৃত্তিকার ঠিকানা হারাই। স্বদেশ আমার অরক্ষিত সম্ভ্রম। সারা রাতধরে জেগে থাকা কথাকলি। সময়ের জন্য ছাড় দেয়া অ-নে-ক। রক্তের বিনিময়ে প্রাপ্তি নেবার অনন্য মাধ্যম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.