নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ালি মাহমুদ

সম্পাদক, লোকন লিটলম্যাগ। [email protected]

ওয়ালি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দাহন কূলের অনুলিখন

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৭



রাতের প্রয়াণে দিন, নাকি দিনের প্রয়াণে রাত? সামন্তের সমান্তরাল অবস্থান নিয়েই কৃষ্ণপক্ষ জেগে থাকে অবিরত। ভাবনা তার উদ্দেশ্যের দিকে ছুটে চলে নিরন্তর। তখন চাঁদ কৈরবী’র পোশাকে গ্রহণ করে পৃথিবীর একাংশ। স্বপ্নভূক মানুষগুলো বিরহের কংকাল হয়ে শুয়ে আছে গোরে। নতুন লাশের জন্য প্রতীক্ষার প্রহর হয়ে ঘুরছে মৌজাভুক্ত এলাকাজুড়ে। জোনাকির নিঃশব্দ জাগৃতি সমার্থক অবস্থানের খোঁজে।

হায়! কি সখ্য মাটি আর মানুষে। প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সহাবস্থান। বেঁচে যাওয়া কোন প্রবীণ জানেন না কবে শুরু হয়েছিল পশ্চিম হতে। মুঠোভর্তি মাটি শুঁকে দেখি, শরীরের গন্ধ মিশে আছে। জীব যখন জীবন্ত, হানাহানির প্রাধান্যে নিত্য বহাল। অথচ মাটিতে মিশে যাওয়ার চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটি নির্ধারিত। শুধু কর্মের স্থায়ীত্বই অনাদিকাল। ভুলে যাই এসব। মনন দৈন্যের পাঠ খোলে বসি। মরত-ভবন ভুলায়ে রাখিছে মোরে।

ছায়াটি দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে। ছায়ার মাঝে হারিয়ে যাবার অপ্রসঙ্গটি আমিত্বকে প্রমিত করে। ক্রান্তি ফেলে জেগে তুলে ভোরের কুসুমাভ সূর্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.