নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্নহিন

...

সপ্নহিন › বিস্তারিত পোস্টঃ

নারী সম্পর্কে কিছু মহান উক্তি :

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮







1. "বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে" -হুমায়ন আজাদ



2. "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমারহাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ



3. "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম!" -রবীন্দ্রনাথ ঠাকুর



4. "কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মতযেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে!" -শংকর



5. "পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্রপ্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা!" - মেনানডার



6. "পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আরমেয়েরা শয়তানের খেলার সামগ্রী!মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছুনয়!" -নেপোলিয়ান



7. "বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণেরপ্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে!" -চার্লস নড়ায়ার



8. "একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয় । এইশরীরে আছেটা কি? অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজযারা গড়েছেন তাদের কাছেএই শরীরটাই দামি । মনের দাম নেই কানাকড়িও!" -বুদ্ধদেবগুহ



9. "প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনুচায় । এই নুনুর জন্যই তারা পুরুষদেরহিংসা করে!" -সিগময়েড ফ্রয়েড



10. "মেয়েটাকে বিয়ে করে ফেললেই তো পার -ফ্রিতেই যদি গাভীর দুধ মেলে তাহলে কোনমূর্খ টাকা খরচা করে ঘরে গাই পোষে?" -মনেরমত মন, সমরেশ মজুমদার



আর আমার বক্তব্যঃ একমাত্র ইসলাম ধর্মই নারীকে দিয়েছে শ্রেষ্ঠ মর্যাদা...!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মুদ্‌দাকির বলেছেন:

নারী মানে দয়া
নারী মানে সুন্দর
নারী মানে ভালোবাসা
নারী মানে পূর্নতা
নারী মানে শান্তি


সবগুলার উল্টাটাও হয়। ডিপেন্ডস। আপনি চাইলেই উল্টাতে পারবেন আপনার ইচ্ছার ব্যাপার।

সূরা রুম আয়াত ২১ঃ আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

একজন ঘূণপোকা বলেছেন: 2. "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমারহাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ B:-) B:-) B:-) B:-) X(( X(( X(( X((

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ম্রিয়মাণ বলেছেন: এসবের কাছে তেঁতুল হুজুর তো একেবারে নস্যি! :P

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

স্বপ্ন বাংলা বলেছেন: কপি পেষ্ট । কোথায় যেন পড়েছিলমা মনে হয়।
--------------------------------------------------
আমার শরৎবাবু অনেক ভালো । তার লেখা পড়লে শুধু পড়তেই ইচ্ছা করে। ইস বেচারা মরে যাওয়ায় তার নতুন কোন লেখা পড়তে পাড়ছিনা :-& :-& :-& ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

প্রান্তিক জন বলেছেন: এ সবই তো নারীবাদী সমাজের উক্তি।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

ভষ্ম মানব বলেছেন: নারীরা তেঁতুলের মতো। -শফি হুজুর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.