![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলসতা যেন আজকে জেঁকে ধরেছে। ক্লাসে যেতে মন চাইছে না এতটুকু। বাসে মাত্র পাঁচ মিনিটের পথ কিন্ত কেন যে আলসেমী লাগে। আমার মত কিছু মানুষ মনে হয় আরামপ্রিয়। বসতে দিলে শুতে চায়, শুতে দিলে দিয়ে দেয় আরামের ঘুম। ভাবলাম বসে বসে আবোল-তাবোল কিছু লিখি বাস চলে আসার ফাঁকে।
মানুষ যে জীবনে কি চায় তা কি সে সবসময় জানে? আমিতো এখনও ভেবে পাইনা যে আসলে কি চাই। কি বিপাকেই না পড়লাম...।
যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ভাবতাম যে উফ্ সময় যাচ্ছে না কেন। কবে চার বছর শেষ হবে আর চাকরি করতে পারব। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল, চাকরিও মিলে গেল। প্রথম কয়েক মাস মহা আনন্দে কাটালাম। বেতন পেয়ে কেনাকাটা, একে ওকে কিছু উপহার দেয়া, বাসায় আম্মুকে মাসের শেষে কিছু টাকা দেয়া...ভালই লাগছিল। নিজেকে খুব দায়ীত্ববান মনে হয়েছে। কিন্তু...দু'বছর পার না করতেই মনে হলো যে এই চাকরিটা ঠিক আমার জন্য না, এটা আমার জায়গা না...
নিজেকে মুক্ত করবার আশায় পাড়ি জমালাম প্রবাসে। উদ্দেশ্য আর একটু পড়ালেখা করি। কিন্ত এখন যখন পড়ালেখা প্রায় শেষ হবার পথে তখন আবারও মনে হচ্ছে যে ঘড়ির ব্যাটারী কে যেন খুলে নিয়ে গেছে। সময়ের কাটা স্থির... অলসতাও জেঁকে ধরতে চাইছে।
২৪ শে মার্চ, ২০১০ সকাল ৭:১৪
ওয়ারা করিম বলেছেন: লেখাটা মনে হয় বেশি বাজে হয়েছে তাই আপনার ঘুম পাচ্ছে
২| ২৪ শে মার্চ, ২০১০ সকাল ৭:২৬
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: না, আপনার থেকে আমি বেশি অলস বলে আমার ঘুম পাচ্ছে
৩| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৪
জানজাবিদ বলেছেন: মাস্টারী করা শুরু করেন, বেত হাতে নিয়া ক্লাসে যাবেন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৮
সোহায়লা রিদওয়ান বলেছেন: লিখোনা কেন ওয়ারা ? :-)
২১ শে মে, ২০১০ রাত ৮:৪২
ওয়ারা করিম বলেছেন: অলসতা জেঁকে ধরেছিল। তাই লেখা হয়ে উঠেনি। নাহ, আসলে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন থেকে আবার চেষ্টা করব লিখতে
:-)
৫| ২১ শে মে, ২০১০ রাত ৯:১৩
রাগ ইমন বলেছেন: একেই বলে পারফেক্ট ব্লগ পোস্ট । সত্যি , পড়ছি আর মুগ্ধ হচ্ছি।
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩২
ওয়ারা করিম বলেছেন: হাঃ হাঃ তাই নাকি? আমার নিজের লেখালিখির উপর ভরসা খুবি কম। সত্যি ভাল লেগে থাকলে, অনেক অনেক খুশি হলাম তা জেনে
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১০ ভোর ৫:২২
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আমার এখন ঘুম পাচ্ছে