![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচ বছর আগে আমেরিকা আসবার আগে ক্রেডিট কার্ড সম্পর্কে ধারণা ছিল কিন্তু ব্যবহার করিনি কখনও। দেশে থাকতে শুধু ডেবিট কার্ডই ব্যবহার করেছি। এই দেশে মাস্টার্স করতে এসে প্রথম ক্রেডিট কার্ড নিলাম। আর ঠিকমত বিল পরিশোধ করলে যা হয়, একটার পর একটা কোম্পানী অফার পাঠাতে শুরু করলো - তাদের কার্ডে অন্যদের চাইতে কি কি বাড়তি সুবিধা আছে তার বিষদ বিবরণ সহ। নিলামও কিছু কার্ড। নিতে নিতে এমন অবস্থা হলো যে ওয়ালেটে আর কার্ড জায়গা নেয় না - দুই একটা কার্ড বাসায় রেখে বাইরে যেতে হয়।
কিন্তু আমি খুবই হিসাবী তাই কখনও অতিরিক্ত খরচ করিনা - যেটা অনেক মানুষ এখানকার করেন। অবশ্য ব্যাংকগুলো আজকাল তাই সহজে ক্রেডিট কার্ড দেয়না। এক ক্রেডিট ক্রান্চের ধাক্কা তারা এখনও সামলাচ্ছে। আচ্ছা যাই হোক, মূল কথায় ফিরে যাই। এখানের দোকানগুলোও বিভিন্ন রকমের ক্রেডিট কার্ড ইস্যু করে। যেমন, কিছু দোকানের ক্রেডিট কার্ড দিয়ে আপনি শুধু সেই দোকান থেকেই বাকিতে কেনাকাটা করতে পারবেন। আবার কিছু দোকানের কার্ড আপনি ব্যাংক থেকে ইস্যু করা কার্ডের মত সব জায়গাতে ব্যবহার করতে পারবেন।
এখানে ক্রেডিট কার্ড ব্যবহারের নানান সুবিধা আছে। যেমন, আমি Macy's থেকে সবসময় কেনাকাটা করি। আর সবসময় তাদের কার্ডটাই ব্যবহার করি ফলে আমি সবসময়ই বাড়তি কিছু ডিসকাউন্ট উপভোগ করি। সারা বছর আমি তাদের কাছ থেকে কুপন পাই তাদের ক্রেডিট কার্ড থাকবার সুবাদে। কেনাকাটা করবার সময় খুব কাজে আসে কুপনগুলো।
ক্রেডিট কার্ডগুলো জন্মদিনে আবার গিফ্ট কার্ডও পাঠায়! Discover যেমন গত জন্মদিনে Starbucks এর পাঁচ ডলারের একটা গিফ্ট কার্ড পাঠালো। গত জন্মদিনে এরকম গিফ্ট পেলাম চারটা! খারাপ না, কি বলেন? আর Cashback এর সুবিধাও আছে অনেক কার্ডে। ১-৫% পর্যন্ত Cashback পেতে পারেন আপনি অনেক কার্ডেই।
চারিদিকে প্রতিযোগিতা। তাই টিকে থাকবার জন্য আরও অনেক কিছু করে কোম্পানীগুলো। যেমন একবার Citi N.A. এর একটা কার্ড নিলাম। নেয়ার কারণ ছিল তিন মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করলে আমাকে দেয়া হবে আমেরিকার ভিতরে ঘুরবার একটি প্লেনের টিকেট! কিছু মাস আগে নিলাম একই কারণে American Express এর একটি ক্রেডিট কার্ড। তারা আমাকে $৪০০ ডলার দিয়েছে বিমান ভাড়া, রেন্ট-এ-কার, হোটেল ইত্যাদিতে খরচ করবার জন্য।
আরও সুবিধা আছে। আমি ব্যাক্তিগত কারণে ব্যাংকিং এর কাজগুলো একটি not-for-profit ক্রেডিট ইউনিয়নের সাথে করি। এদের নিজেদের একটি ক্রেডিট কার্ডও আছে আমার যেটিতে যত টাকা খরচ করবেন তার উপর ভিত্তি করে আপনি পয়েন্ট পাবেন। সেই পয়েন্ট খরচ করে আবার আপনি কেনাকাটাও করতে পারবেন। যেমন আমি আমার পয়েন্ট খরচ করে একবার কিনলাম একটা রাইস কুকার আর একবার কিনলাম ছোট্ট একটা ফুড প্রোসেসর। আর একবার চেকবই শেষ তাই পয়েন্ট খরচ করে পরিশোধ করলাম নতুন চেক বই কেনার দাম।
আমি গত পাঁচ বছরে খুব বেশি হলে $২ ইন্টরেস্ট দিয়েছি আমার ক্রেডিট কার্ডগুলোতে।তাও দিয়েছি কারণ বিল পরিশোধের শেষ দিন কবে ছিল সেটি মাথায় ছিল না বলে। ঐ যে বললাম, সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটা করিনা কখনও, তাই মাস শেষে কি করে কার্ডের বিল শোধ করবো সেটি নিয়ে মাথা চুলকোতেও বসতে হয়না কখনও।
১০ ই মে, ২০১৩ রাত ১২:৩৭
ওয়ারা করিম বলেছেন:
ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৬
ইমরাজ কবির বলেছেন:
ভালৈ ||
১০ ই মে, ২০১৩ রাত ১২:৩৭
ওয়ারা করিম বলেছেন:
৩| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৬
মুদ্দাকির বলেছেন: বাংলাদেশ আর ভালো লাগেনা !!! বলেন কিভাবে আমেরিকা আসবো??? আসার পর আপনার কাছে ক্রেডিট কার্ডের ক্লাস করে নিব নে??
ভালো থাকুন
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪১
ওয়ারা করিম বলেছেন: আচ্ছা আসবার পর ক্লাস নিতে পারবেন। অনলাইল ক্লাস নেয়া কোন ব্যপারই না। আসবার আগে বলবে, লেকচার শিট রেডি রাখবো।
ডাক্তারদের জন্য আমেরিকা আসা মুশকিল। আমার দেবর আসতে চেয়েছিল কিন্তু চূড়ান্ত রকমের ঝামেলা দেখে চেষ্টা করছেনা। কানাডার জন্য চেষ্টা করছে। কানাডাতো পাশেই, কানাডার জন্য চেষ্টা করে দেখবেন।
আর ফ্রি চিকিৎসার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকবেন।
৪| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৮
মুদ্দাকির বলেছেন: লাইফ লং, ফ্রি চিকিৎসা আপনার জন্য বোনাস
৫| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৯
বাবুরাম সাপুড়ে বলেছেন: মেইল এড্রেসটা চাই যদি কিছু মনে না করেন । [email protected]
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
ওয়ারা করিম বলেছেন: একটাই ইমেইল এ্যাড্রেস, ভাই। সেটা পাব্লিকলি দিতে একটু কেমন যেন লাগছে। আপনি আমাকে এখানে প্রশ্ন করতে পারেন
৬| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:২০
আিম এক যাযাবর বলেছেন: ভালো তো ভালো না
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
ওয়ারা করিম বলেছেন:
৭| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:২৪
অকপট পোলা বলেছেন: ওখানে ক্রেডিট কার্ডের সুবিধাগুলো আগেও শুনেছিলাম। সুবিধা অনেকই আছে, আর কেনাকাটা তো করতেই হয়। কিন্তু এসব কার্ডের মূল কাজ জানেন কি??......
আপনার অযথা বিলাসী কেনাকাটা আর খরচ বাড়ানো।
বললাম কিভাবে???......
আমি নিজে ভুক্তভোগী!!!
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৫
ওয়ারা করিম বলেছেন: আমি খুবই হিসেবী ক্রেডিট কার্ড ব্যবহার করবার ব্যপারে। কিন্তু আপনার কথাটি একেবারেই সত্যি। কার্ডে ব্যালেন্স থাকলে অনেক সময়ই মানুষ খরচ না করে থাকতে পারে না।
মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:০৫
নীলতিমি বলেছেন:
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৬
ওয়ারা করিম বলেছেন:
৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:১৯
বুবলা বলেছেন: ক্রেডিট কার্ড আমিও ব্যবহার করি বিশেষ করে অনলাইনে পেমেন্ট করার জন্য(৯৯% ঐ কাজেই ব্যবহার হয়)। আমার মনে হয় ক্রেডিট কার্ড হল দুমুখো ছুরির মত সঠিক ইস্তেমাল করলে ফায়দা আছে না না বুঝে ব্যবহার করলে নিজের কেটে যাবার সম্ভাবনা
১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৬
ওয়ারা করিম বলেছেন: সহমত।
অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য।
ভাল থাকবেন।
১০| ১০ ই মে, ২০১৩ রাত ১:৫৫
একজন আরমান বলেছেন:
বাহ।
বাংলাদেশে এমন সুবিধা থাকলে ভালোই হতো।
এখনো আমরা সেই ডেবিট কার্ডের যুগেই পড়ে আছি।
১১| ১০ ই মে, ২০১৩ ভোর ৪:৩৬
খেয়া ঘাট বলেছেন: আমিতো শুধু একটা ক্রেডিট কার্ডই ব্যবহার করি। ব্যাংক অফ আমেরিকার।
ক্যাশ রিওয়ার্ড। সবকিছুতেই ৩% ক্যাশ ব্যাক। আবার রিডিম করলে বাড়তি ১০%।
বিগত দশ বছরে ১ টাকাও ইন্টারেস্ট দিতে হয়নি।
৩% ক্যাশ ব্যাক আর রিডিমের ১০% এড করে করে মোটামুটি এখন সম্পূর্ণ ফ্রীতেই দেশে ঘুরে আসা যাবে।
১০ ই মে, ২০১৩ ভোর ৫:৩৩
ওয়ারা করিম বলেছেন: খুবই ভাল তো! আমার ক্রেডিট কার্ডগুলো সবগুলো ব্যবহার হয়না নিয়মিত। নিয়েছিলাম এক সময় তাই আছে। আর রাখলে সমস্যাও নেই, কোনো ফি তো আর দিতে হয় না। তারপরও দু'টা বন্ধ করে দিয়েছি। আমার আর আমার মত কাস্টমার বেশি হলে ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর মাথায় হাত দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না
অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য। ভাল থাকবেন।
১২| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:৪৬
খেয়া ঘাট বলেছেন: প্রথম আমেরিকাতে এসে কারো যদি সুনির্দেশনা পাওয়া না যায়, তবে মানুষ অনেকগুলো ক্রেডিট কার্ড নিয়ে মারাত্মক ভুল করে ফেলে।
১ নং সমস্যা হলো- সব বেলেন্স ট্রেকিং এর সমস্যা
২ নং হলো- কোন বিল কখন আসে তা পরিশোধের তারিখ ভুলে যাওয়া
৩ নং হলো- অনেক ক্রেডিট কার্ডেই বাৎসরিক একটা ফী দিতে হয়
৪ নং হলো- অযাচিত কেনা কাটার প্রলোভন
৫ নং হলো- গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা
৬ নং হলো- আজকের রেডিওর খবরেই ( ১০৬ পয়েন্ট ৭ চ্যানেল) বললো যাদের অতিরিক্ত ক্রেডিট কার্ড তাদের তথ্য দিয়ে অন্য কেউ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারে। তাই তাদের উচিত সবসময় দিনে অন্তত একবার অনলাইন বিল চেক করা। ( এতো সময় কার আছে বলুন)
আপনি এতোগুলো ক্রেডিট কার্ড নিয়েও যে আপনাকে এসব সমস্যায় পড়তে হয়নি তাতে আপনাকে অনেক হিসেবি এবং ভাগ্যবতীই বলতে হবে।
১০ ই মে, ২০১৩ ভোর ৫:৫৪
ওয়ারা করিম বলেছেন: আমি হিসেবী এবং ভাগ্যবতী দু'টোই মনে হচ্ছে। কিন্তু আপনি খুবই গুরুত্বপূরণ কিছু তথ্য দিয়েছেন। অনেকের উপকারে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই দেখে নেই ফি আছে কিনা, ফি থাকলেই ঐ কার্ড বাদ।
অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য। ভাল থাকবেন।
১৩| ১০ ই মে, ২০১৩ ভোর ৬:১৯
যোগী বলেছেন:
বিচিত্র টাইপের কার্ডের চাপে আমার ওয়ালেট এখন ব্যাগে নিয়ে ঘুরতে হয়
১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৮
ওয়ারা করিম বলেছেন: হা: হা: হা: মেয়েদের তো সবসময়ই তা করতে হয়
১৪| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:৪১
বাবুরাম সাপুড়ে বলেছেন: :#>পাবলিকরে কি সাপ খেলা দেখাইয়া মনোযোগ অন্যদিকে নিমু কন ? তাইরে চামে...আপনি
উকে সমস্যা হলে আর কি
১০ ই মে, ২০১৩ রাত ৯:০০
ওয়ারা করিম বলেছেন: আচ্ছা নেন। পুরানো একাউন্ট রেএকটিভেট করলাম - [email protected]
১৫| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: ক্রেডিট কার্ড ছিল কাস্টোমারকে চক্করে ফেলার বুদ্ধি। এখন উলটা ব্যাংকগুলাই চক্করে পড়ে গিয়েছে আমারও গাদাখানেক ক্রেডিট কার্ড আরে রিটেইল কার্ড আছে। আমি রীতিমত চার্ট করে রেখেছি যেন পেমেন্ট মিস না হয়। এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয়ওনি। একবার একটা পেমেন্ট করেছিলাম ডেডলাইনের মাত্র ১০ মিনিট আগে। সে এক রুদ্ধশ্বাসকর মুহুর্ত।
১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
ওয়ারা করিম বলেছেন: আমরা বাংগালীরা অনেক চালাক। হি: হি: হি:
আমিও মনে মনে হিসেব কষে রাখি পেমেন্ট ডেডলাইনের।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ৯:০২
কালোপরী বলেছেন: