![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসা থেকে ১৫ মিনিট দূরে মিনেসোটার ব্লুমিংটনে অবস্থিত Mall of America (MoA) আয়তনে আমেরিকার বৃহত্তম মল। রিটেইল স্পেইসের দিক থেকে অবশ্য এটি দ্বিতীয় বৃহত্তম। সবকিছু মিলিয়ে ৪.২ মিলিয়ন বর্গ ফুট এলাকা জুড়ে আছে MoA। এর দু'টি সাত তলা পার্কিং র্যাম্পে জায়গা করে নিতে পারে প্রায় ২০,০০০ গাড়ী।
১৯৯২ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় MoA। MoAতে আছে ৫২০ এরও বেশি দোকান এবং রেস্টরেন্ট, আছে আমেরিকার সবচাইতে বড় ইনডোর থিম পার্ক নিকেলোডিয়ন ইউনিভার্স। কেও যদি ১০ মিনিট করেও এর প্রত্যেকটি দোকানে সময় কাটান তাহলেও ঘুরে দেখতে সময় লাগবে ৮৬ ঘন্টা!
প্রতি বছর MoAতে আসে প্রচুর পর্যটক। বছরে নাকি ৩ থেকে ৪ কোটি মানুষ আসে এখানে - প্রতি ১০ জনের ৪ জনই পর্যটক।
মিনেসোটায় কনকনে ঠান্ডা পড়লেও MoA এর নেই নিজের কোন হিটিং সিস্টেম - স্কাইলাইট, দোকান এবং রেস্টরেন্টেগুলোর নিজেদের বৈদ্যুতিক বাতি এবং অগুনতি পরিদর্শক এবং ক্রেতাদের গায়ের তাপের কারণে জায়গাটিতে সবসময় একটি আরামদায়ক তাপমাত্রা বিরাজ করে।
প্রতিদিন মলটিতে কাজ করে ১১,০০০ এর মত মানুষ, গ্রীষ্মে তা ১৩,০০০ এ গিয়েও নাকি পৌঁছায়। সবসময়ই গমগম করছে যেন মলটি।
বাসা থেকে মাত্র ১৫ মিনিট দূরে হবার কারণে আমাদের মাসে একবার হলেও নানা কারণে যাওয়া হয় MoAতে। ভালই লাগে। আমার বিশেষ করে ভাল লাগে কারণ নানা ধরণের, বর্ণের মানুষ দেখা যায়।
১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৬
ওয়ারা করিম বলেছেন: জ্বী, জানি। গিয়েছি সেখানে নিয়মিত তো আর ম্যানহাটনে যাওয়া সম্ভব না, তাই MoAই সই।
২| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: জনমানবহীন মিনেসোটাতে এত বড় শপিং মল বানায় রাখসে, খুবই অবাক কান্ড
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ওয়ারা করিম বলেছেন: টুরিস্ট আনবার জন্য! বেশিরভাগই টুরিস্ট। জনমানহীন না আসলে। হা: হা: হা: আবহাওয়া ছাড়া বাকি সবকিছুই ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৫
খেয়া ঘাট বলেছেন: নানা ধরণের, বর্ণের মানুষ দেখা যায়। --
হুমম।
ম্যানহাটানের টাইমস্কোয়ার- তাবত পৃথিবীর বিচিত্র মানুষের এক আড্ডাখানা। মানুষ দেখে মুগ্ধ হবেন।