![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকে কিছুক্ষণ আগে গিয়ে দেখি প্রায় সবাই মা দিবস উপলক্ষে স্ট্যাটাসে কিছু না কিছু লিখেছে বা ছবি দিয়েছে সন্তান বা নিজেদের মায়ের সাথে। দেখে ভাল লাগলেও প্রতিবছর এই ঘটা করে মা দিবস উদ্যাপন আমার ভাল লাগেনা। ভাল লাগে না ঐসব মেয়েদের কথা ভেবে যারা কোনদিন মা ডাক শুনেনি বা শুনবেও না। আমি ভাবি ঘটা করে এই মা দিবস পালনে তাদের মনের অবস্থা কি হয়। আমার আশেপাশে, পরিবারে এমন অনেক মেয়ে এবং মহিলা আছেন যারা আপ্রাণ চেষ্টা করেও মা ডাক শুনতে পারেন নি। এটা যে কি ধরণের কষ্ট সেটা আমরা যারা মা, বাবা হয়েছি আমার মনে হয় আমাদের ধারণার অনেক বাইরে।
আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রত্যেকটি মেয়ের ভিতরেই বাস করে একজন মা। মা না হয়েও মায়ের মত পরম মমতায় অনেকে বড় করেন দত্তক নেয়া সন্তান, ভাই বা বোনের সন্তানদের। শারীরিক যন্ত্রণার ভিতর দিয়ে গেলেই কি শুধু মা হওয়া যায়?
আমার এক আমেরিকান বান্ধবী আছেন। বয়সে আমার চাইতে অনেক বড়, কোন সন্তান নেই তার। অনেক দূর থেকে গাড়ি চালিয়ে মাঝেমাঝেই আসেন আমার মেয়েকে দেখতে। তিনদিন আগে মেইল চেক করতে গিয়ে দেখি মেইলবক্সে একটা প্যাকেট। আমার বান্ধবীটির দোকানে গিয়ে একটা টুপি দেখে ওয়ারীশার কথা মনে হওয়াতে সাথে সাথে সে সেটা কিনে ফেলে। ক্যালিফোর্নিয়া যাচ্ছে কাজে তাই কিছুদিন আসতে পারবে না বলে পোস্ট করে দিয়েছে টুপিটি!
আমেরিকাতে আমাদের চেনা এক দম্পতি অনেকদিন ধরে চেষ্টা করছেন মা, বাবা হবার। হচ্ছে না। মেয়েটি ভয়াবহ ধরণের শারীরিক কষ্টের ভিতর যায় প্রতিবার। এখন শেষ চেষ্টা করছেন। তারপর হয়তো একটা বাবু তারা দত্তক নিবেন।
আমার এক আত্মীয়ের আছে একটি দত্তক নেয়া সন্তান। দেশে আমাদের অনেকে কদর্য এক মানসিকতা নিয়ে ঘুরি ফিরি। সেইসব কিছু মানুষের হাত থেকে সন্তানকে রক্ষা করতে তিনি স্বামী, সন্তান নিয়ে আজ পরবাসী।
তিনজনের কথা শুধু বললাম লেখাতে। এদের বাইরেও কম করে হলেও আরও তিনজন মহিলাকে চিনি যারা একটিবার মা ডাক শুনবার জন্য কি না করেছেন জীবনে। হয়তো আমার আশেপাশে নিঃসন্তান অনেক মেয়ে বা মহিলাকে দেখেছি বলেই কিনা জানিনা ঘটা করে এই মা দিবস পালন আমার কাছে কখনই ভাল লাগে না।
আর ভালো না লাগার অন্য কারণটি হচ্ছে আমার মা প্রতিটি ক্ষণেই আমার মা, তাকে শুধু ১২ই মে কেন প্রতিদিনই দিতে পারি কার্ড, ফুল বা অন্য যে কোন উপহার...।
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৯
ওয়ারা করিম বলেছেন: অনেক ধন্যবাদ! ভাল থাকবেন।
২| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:০৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব দূর্ভাগ্যজনক একটা বিষয় নিয়ে সুন্দর লিখেছেন।
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪০
ওয়ারা করিম বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটি পড়বার জন্য। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫১
ফোর টোয়েনটি বলেছেন:
..
(আতলামি না, সিরিয়াস)
আপনার লেখা পড়ে ঐ মায়েদের আম্মু বলে ডাকছি.. যে ভাবে আমার আম্মু কে ডাকি...
আম্মু............... মু ......................মু ......
(জানিয়ে দেবেন কিন্তু!! liveও দিতে পারবো)