![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা হয়েই বলছি, ঘটা করে মা দিবস উদ্যাপন আমার ভাল লাগেনা। আমার পরিচিত অনেক নি:সন্তান মেয়ে/মহিলা এবং দম্পতি আছে বলেই কিনা জানিনা আমরা কখনই ওভাবে মা দিবস উদ্যাপন করতে পারি না। আর আমার তো প্রায়শই মনে হয় যে মা দিবস হচ্ছে ব্যবসায়ীদের বাড়তি কিছু মুনাফা লাভের সফল প্রয়াস - মা দিবস ঘিরে সারা পৃথিবীতে বিপুল পরিমাণে বিক্রি হয় ফুল, কার্ড, উপহার, কেকসহ আরও নানা কিছু। রেস্টরেন্টগুলোও করে রমরমা ব্যবসা।
আমি আমার আগের লেখায় তিনজন নিঃসন্তা মহিলার কথা বলেছিলাম। আমি সবসময় ভাবি মা দিবস নিয়ে এই বাড়তি উচ্ছাসে এরা অনেকেই অংশ নিতে পারেন না। মনের খুব গভীরে থাকা পুরোনো ক্ষতটি থেকেই বরং আরও একটু বেশি রক্তপাত হয় এই দিনে। আমাদের যাদের নিকট কেউ আপ্রাণ চেষ্টা করেও মা ডাক শুনতে পারেন নি, তারা হয়তো আমি কি বুঝাতে চাইছি তা সহজেই বুঝতে পারবেন।
আর ঘটা করে মা দিবস আমাদের শুধু আরও একটু বেশি বস্তুবাদী করে তুলছে। অনেকটা ভালবাসা দিবসের মতনই। আমি ব্যক্তিগতভাবে কখনও ভালবাসা দিবসও উদ্যাপন করি না - ভালবাসাতো প্রতিদিন উদ্যাপন করবার মত একটি বিষয়। আমাদের মায়েরা যারা কষ্ট করে আমাদের জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন তাদের নিয়ে হৈ হুল্লোড় শুধু একটি দিনের জন্যই বরাদ্দ কেন? মা'কে তো প্রতি নিঃশ্বাসে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা জানানো উচিৎ।
মা দিবস যেন চোখে আংগুল দিয়ে দেখানো নিঃসন্তানদের, "দেখ এই দিনটি তোমার জন্য নয় কারণ তুমি মাতৃত্বের স্বাদ কখনও লাভ করোনি!" ভালবাসা দিবসটা তাও চলে কারণ আজকাল ভালবাসা দিবস সবার জন্যই। বাবা, মা, বন্ধু, ভাই, বোন সবাইকে নিয়ে এই দিন উদ্যাপন করেন অনেকে - যাকে ভালবাসেন, তাকেই ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানো যায়। কিন্তু মা দিবসটি যারা সন্তান জন্মদান করেছেন শুধু তাদের জন্যই বরাদ্দকৃত। আর আমাদের এই খুব সূক্ষ্ণ অনুভূতিকে কাজে লাগাচ্ছে মুনাফালোভী কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান।
আমারতো মনে হয় মা দিবস তাদের জন্যই যাদের মাসে বা বছরেও ফুরসৎ মেলে না নিজের জন্মদাত্রীর সাথে সময় কাটানোর। পশ্চিমা বিশ্বে যেমন মা'কে মাসে একটি ফোন দিয়ে খবর নেয়ারও প্রয়োজন বোধ করে না যে সন্তান সেও মা দিবসে মাকে নিজ হাতে অথবা ডাকে পাঠায় ফুল, কেক, কার্ড বা কোন দামী উপহার। আমি মা হিসেবে কখনই এমন সন্তান চাই না যার বছরে শুধু একটি দিনই মিলবে তার মা'র সাথে সময় কাটাবার।
সর্বপরি, কাছের আত্মীয়স্বজন, বন্ধুদের অনেকেই নিঃসন্তান বলেই হয়তো ঘটা করে এই "মা" দিবস উদ্যাপনে কখনই অংশ নিতে পারিনি। আর আমার মা তো আমারই মা, তাকে শ্রদ্ধা, সম্মান, ভালবাসা জানাই আমার প্রতিটি নিঃশ্বাসে।
১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৯
ওয়ারা করিম বলেছেন: এসব একটা দিবসও ভাল লাগেনা
২| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৬
সমানুপাতিক বলেছেন: আপু, আপনি আপনার বেবীর জন্মদিন পালন করবেন না কখনো? আপনার কাছে তো প্রতিটি দিনই শিশুর জন্য, তারপরও কেন বিশেষ করে একটি দিন তার জন্মদিন হিসেবে পালন করবেন?
মা দিবস, বাবা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস- এগুলো সব প্রতীকী । মনের ভেতর প্রতিদিন ধারণ করুন, অসুবিধা নেই । কিন্তু একটা দিন তাঁদের নামে উৎসর্গ করা মানে তাঁদেরকে সম্মান করতে যেন আমরা ভুলে না যাই- সেটা মনে করিয়ে দেয়া । আপনার পছন্দ অন্যদের সাথে নাও মিলতে পারে, সেটা জোর করে অন্যের উপর চাপানো ঠিক না।
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
ওয়ারা করিম বলেছেন: আমি কারও উপর কিন্তু চাপাচ্ছি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। জন্মদিনটা বরং ভাল যে ঠিক ঐ, ঐ দিনটিতেই একজন জন্ম নিয়েছে। স্বাধীনতা, বিজয় দিবসের বেলায়ও একই কথা। কিন্তু মা তো আমাদের সবটা জুড়ে আছে তাই আমার কাছে শুধু একটি দিন মায়েদের জন্য আলাদা করে রাখার ব্যপারটি ভাল লাগেনা। আর এখন মা দিবস পরিণত হচ্ছে একটি বাণিজ্যিক ব্যপারে। শুধু আমেরিকাতেই এবার এই দিবসকে ঘিরে আমেরিকানরা খরচ করেছে প্রায় $২০ বিলিয়ন!
অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য। ভাল থাকবেন। যা লিখেছি তা একান্তই ব্যক্তিগত মতামত।
ওহ্, আর আমি ধুমধাম করে জন্মদিন করাতেও বিশ্বাসী না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: মা দিবস শুধু মাযেদের জন্য ই ।নারী দিবস তো আলাদা আছে। ওইরকম দিবসের নাম শুনিনি।