![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রথম রোজগার ছিল ৭৫০ টাকা। ১৯৯৯ সালের কথা। ডেইলি স্টারের কিশোর ম্যাগাজিন রাইজিং স্টার্স এ দুটি লেখা ছাপানোর সুবাদে টাকাটা পেয়েছিলাম। কি খুশি!
সবে তখন ক্লাস টেন শেষ করেছি। টাকাটা তুললাম ডেইলি স্টারের অফিস থেকে। তখন পত্রিকাটির অফিস ছিল ধানমন্ডিতে। কিছুদিন পর খুব ভাল একটা বন্ধুর জন্মদিন ছিল - টাকাটা দিয়ে ধানমন্ডির প্রাইম কালেকশন থেকে ওর জন্য একটা নেকলেস কিনলাম। তারপর গেলাম সোবহানবাগে, সেখানে সুমি'স হট কেক থেকে বাসার জন্য কিনলাম একটা ব্ল্যাক ফরেস্ট কেক। সেসময় ঢাকার সবচেয়ে মজার কেক বলা হত হট কেকের ব্ল্যাক ফরেস্টকে - অনেকের হয়তো মনে আছে।
যাই হোক, এসব করেই ৭৫০ টাকা খরচ করে বাসায় হাজির হলাম। তখন মনে হয় ব্যাগে বাকি ছিল ৫০ টাকার মতন। মাত্র ৭৫০ টাকা কিন্তু জীবনের প্রথম রোজগার হবার কারণে সবসময় মনে হয় সেই দিনের কথা।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:৩৯
ওয়ারা করিম বলেছেন: প্রথম রোজগার মনে হয় আকামেই খরচ হয়ে যায়
২| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:০০
উবুন্তু বলেছেন: আমারে৫০টাকাদিবেন
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
ওয়ারা করিম বলেছেন: না ভাই। আপনার নিশ্চয়ই মনে হয়না ঐ ৫০ টাকা আমি এখনও নিয়ে ঘুরছি!
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:০০
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: আমার প্রথম রোজগার খুব মজার ছিল।
আমার প্রথম রোজগার ছিল ২০ টাকা আমি তখন ক্লাস এইট এ পড়ি। কিছু রজনীগন্ধার চাষ করেছিলাম অনেক ফুল ফুটেছিল। কিছু মেলাতে বিক্রি করেছিলাম। তবে বেশির ভাগ ফুল এক বান্ধবিকে গিফট করেছিলাম। মনে নাই বাকি টাকা কি মেলাতে জিলাপি কিনে খেয়েছিলাম না খেলনা কিনেছিলাম। তবে ফুলের রেট কম ছিল। পরের বার বেগুন চাষ করে ভালো কামাই করেছিলাম। পরের বার বান্ধবিকে কিন্তু বেগুন দিই নাই।
৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪২
ওয়ারা করিম বলেছেন: বাহ্! ফুলের চাষ করে প্রথম রোজগার! মজার তো!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: লাইফের ফার্স্ট রোজগার করছিলাম ক্লাশ টেনে। এমাউন্ট জান্তে চাহিয়া লজ্জা দিবেন না।
পুরা টাকাটাই আকামে খ্রচ করসিলাম!