![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐশীর ঘটনার পর বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি লেখা হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা নেশা করে, ড্রাগস বিক্রি করে। আমি ব্যক্তিগতভাবে বেশ অনেকজন বাংলা মিডিয়ামের ছেলেমেয়েকে চিনি যারা নেশা করত বা এখনও করে এবং ঐ ব্যবসার সাথেও জড়িত।
আমি জানিনা মিডিয়া এমন একটা কথা তারা মনে করছেন বলেই কি শুধু লিখছেন নাকি এমন তথ্য বড় কোনো গবেষণায় পাওয়া গেছে। যদিও কোথাও কোন গবেষণার উল্লেখ দেখছি না।
নিজে যতটুকু দেখেছি বা পড়েছি তাতে তো মনে হয় নেশা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের কোনো ব্যপার না। রিকশাওয়ালা, দিনমজুর থেকে শুরু করে শিক্ষিত ধনীর দুলালেরা নেশা করছে। এমন এক ছেলের কথাও জানি যে মাদ্রাসায় লেখাপড়া করেছে।
সমস্যাটা অনেক বড়, ধ্বংস করে ফেলছে আমাদের সমাজটাকে। এমন অবস্থায় এমন সংকীর্ণ মানসিকতার পরিচয় না দেখালেও পারত মিডিয়া। এখন সময় এমন ভয়াবহ একটা সমস্যা থেকে নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করবার। আমি জানিনা কিভাবে। কিন্তু আমরা সংখ্যায় অনেক। কিছু একটা নিশ্চয়ই করতে পারব।
©somewhere in net ltd.