![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা।
মোহাম্মদ ওয়ারেছুল ইসলাম।
সেদিন ছিলনা আকাশে রৌদ্রের তেজ,
বাতাসে ছিলনা দমকার লেশ-
ছিল না মেঘের ঘনঘটা আজিকের মতন
করেনি কো তর্জন গর্জন তাই লিখেছিলাম দু’লাইন বেশ-
বসন্তের দিনে উতলা বাতাস মনকে উদ্বেল করে দেয়
আজ ঢাকার আবহাওয়া বড়ই চমৎকার!
বসন্তের বাতাস বইছে। গাছের সবুজ পাতা দুলছে।
ভারাক্রান্ত চোখও অপলকভাবে
বৃক্ষরাজির দোলা দুলিতে আটকে
পুলক জাগাচ্ছে মনে।
আনমনা মন উড়াল দিচ্ছে প্রকৃতির সাথে
এমন সুন্দর তুমি প্রকৃতি!
চিরদিনই এসো,
এই দেশে,
এই বেশে
বারবার।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭
বিজন রয় বলেছেন: খাটি গদ্য কবিতা।
প্রকৃতির সমন্বয়ে লেখা।
+++++