নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে যা আসে তাই লিখি।

জনগন ক্ষমতার বলির পাঁঠা।

ওয়্যারউলফ

আমার জ্ঞান খুব্‌ই সীমিত। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নিজের মনের কথাটা অকপটে বলার স্বাধীনতাটা র সুযোগ নিতে চাই।হউক না তা অপাঠ্য।

ওয়্যারউলফ › বিস্তারিত পোস্টঃ

২০১৫। সবার জন্য ভালবাসা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

২০১৪ সাল। একটি বছরের শেষ।৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন।হিসাব মেলাবার দিন।
একটি শতাব্দী পার হতে দেখলাম। একটি যুগ পার হতে দেখলাম।হয়তো আরও কিছু বছর বা আর একটা যুগ দেখতে পাব কিন্তু এ কদিনে একটি "সুন্দর বাংলা" কি দেখতে পাবো ?

আজকে যে শিশুটি জন্ম নিল সে কি এ শতাব্দীতে একটি "সোনার বাংলা" দেখতে পাবে ?

আমি বা আজকে জন্ম নেওয়া শিশুটির হিসাব মিলার বিন্দুমাত্র সম্ভাবনা নেই্।
আসলে এই দেশে কারও হিসাব মিলেনি। মিলবেনা।
সারা বছর জমা খরচের চেয়ে আমাদের" আক্কেল সেলামি" বেশী।

কারন আমরা কি চাই তা জানি না! কিসের মূল্য কত তা জানি না! কার মূল্য কত তা জানি না ! কি পেয়েছি তা জানি না! বছর আসবে-যাবে তাতে আমাদের কি ?

তবুও পুরানোকে বিদায় জানাতে হবে। নতুনকে স্বাগত জানাতে হবে।


শুভ হোক সুন্দর হোক ২০১৫ খ্রীষ্টাব্দ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নতুন বছর সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা থাকলো

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

ডি মুন বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার
ভালো কাটুক প্রতিটিদিন

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভ হোক নতুন বছর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.