নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাজেগল্প_০১

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯


ঘটনা এক) এক নেড়ি কুকুর মনের সুখে রাস্তার ধারে হাড্ডি চাবাচ্ছিল, রিকশার চাকার সামনে পড়তেই রিকশাওয়ালা এক লাথিতে ওকে ছিটকে সামনে ফেলে দিল। এতে কুকুরের সুখ নষ্ট হলো।

ঘটনা দুই) সেই রিকশাওয়ালা কিছুক্ষন পর একটা টয়োটা প্রিমিয়ো গাড়ির রেয়ার বাম্পারে জোরেসোরে ধাক্কা লাগাল। গাড়ির ড্রাইভার সাথে সাথে তার গাল বরাবর জোরে চড় কষাল। এতে রিকশাওয়ালার সুখ নষ্ট হলো।

ঘটনা তিন) সেই ড্রাইভার আবার তখনই ইউ টার্ন নিয়ে রংওয়ে ধরে এগোতে গেল। এক ট্রাফিক পুলিশ এসে তার লাইসেন্স বাজেয়াপ্ত করে মামলার কাগজ ধরিয়ে দিল। এতে ড্রাইভারের সুখ নষ্ট হলো।

ঘটনা চার) সেই ট্রাফিক পুলিশ মনে মনে আশা করেছিল ড্রাইভারের কাছ থেকে অন্তত শখানেক টাকা পকেটস্থ করা যাবে। কিন্তু এক পয়সাও ঘুষ পাওয়া গেল না। এতে পুলিশের সুখ নষ্ট হলো।

শুরু থেকে শেষ ঘটনা: এক পাগল রাস্তার আরেক মাথায় দাঁড়িয়ে সবগুলো ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল আর মনোযোগ দিয়ে পাশের হোটেলের ফেলে দেয়া গ্রিল চিকেনের হাড় চাবাচ্ছিল। প্রথম ঘটনার মূলচরিত্র নেড়ি কুকুর তার পায়ের কাছে এসে দাঁড়াতেই সে আধ চিবানো হাড়টা ওর দিকে ছুড়ে দিল। এতে অবশ্য তার সুখ নষ্ট হলো না..

কারণ পাগলের সুখ মনে মনে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

শেষের পর্ব খুব ভালো লেগেছে।

২| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম!

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন কর্ম তেমন ফল !!

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলে...

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ওমেরা বলেছেন: নিরিহরাই নির্যাতীত হয় ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

শৈবাল আহম্মেদ বলেছেন: সৎ ও অসৎ উভই কর্মেরই প্রভাব পড়ে থাকে।

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

উদাস মাঝি বলেছেন: সবচেয়ে সুখি মানুষ পাগলেরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.