নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নিছক

০৩ রা জুন, ২০১৮ ভোর ৪:০৪

একবার একবার করে
কতো সহস্রবার হলো বিস্মৃত।
অণুচক্রিকার দল আর
জমাট বাঁধতে নারাজ।
উষ্ণ লাল তরঙ্গে বান ডাকে-
জোছনার শুভ্র আগুন
ফণিমনসার ছোবল হয়ে
ঝকমক করে ফেনিল স্রোতধারায়।
তারপর, শেষ রাত্তিরে
ভেসে আসে রিকশার অবিরাম ক্রিং ক্রিং।
ঠকঠক শব্দে কাঁপে পাজর।
যে সহজ সত্য জমে
পাথর হয়ে হৃদয়ে পচন ধরায়,
অথবা শিলাতে বদলে যায় পুরোটাই-
তাতে আর রক্ত বয় না।
কান পেতে শোনা যায় না
জীবনের ভীষণ স্পন্দন!
তবুও রক্ত ঝরে;
আনাচে-কানাচে, ডুবিয়ে-ভাসিয়ে
ডানাছেড়া ফড়িং এর মতো
ছটফট করে অবিরাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:০১

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: সুন্দর B-)

৩| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

ঋতো আহমেদ বলেছেন: আপনার কবিতা পড়ে মুগ্ধ হচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.