নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐত নীল আকাশ

ওয়েসিস

এখন আর স্বপ্ন দেখে ঘুম নষ্ট করি না ।

ওয়েসিস › বিস্তারিত পোস্টঃ

চার সিটিতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পিছিয়ে । ইহা একটি নতুন মুলার নাম

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩২











ঠিক বুঝলাম না এইটা কি চাল নাকি অন্য কিছু ! সবগুলো সিটিতেই আওয়ামী সমর্থিত প্রার্থীরা পিছিয়ে আছে । সহজ সমীকরণটা এরকম যদি হয় যে সরকার দেখাচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা স্বচ্ছ হয় এর প্রমাণ হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচন হবে রুল মডেল । জাতীয় নির্বাচনে বিম্পি যদি একটা বিশাল মুলা হাতে পায় তখন ম্যাঠামের কিসসু করার থাকবে না । যদিও আমি রাজনীতি নিয়ে মাথা ঘামাই না তবুও কেন যে খটকা লাগল যখন দেখলাম বরিশালে হিরন পিছিয়ে আছে । অনেক বন্ধুদের মুখে শুনলাম বরিশাল নাকি উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন শওকত হুসেন হিরন । সবাই নাকি চোখ বন্ধ করে তাকেই আবার নির্বাচিত করবে । কেমনে কি ?? সেই হিরন পিছিয়ে পড়েছে তাইলে কি মানুষ বেঈমানি করল নাকি আপাতত এই পরাজয় সামনে বড় জয় দিয়ে ঢেকে দিবে আর সেটা হবে জাতীয় নির্বাচন ।

রাজশাহি , সিলেট , খুলনা , বরিশালের লঞ্চ



আপনি চাইলে আপনার মতামত প্রকাশ করতে পারেন । রাজনীতি শিখতে মুঞ্ছায় :P :P :P :P :P :P :P :P :P :P :P :P =p~ :(

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪২

১১স্টার বলেছেন: রাজনীতি শিখতে মুঞ্ছায়

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

ওয়েসিস বলেছেন: আসেন আগামি নির্বাচনে খাড়াই খাম্বা মার্কায় =p~ =p~ =p~ =p~

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

নতুন বলেছেন: ৪টা সিটি তে জেতা বড় না্কি জাতীয় নিবাচনে জেতা বেশি লাভ??

আমাদের রাজনিতিকদের কোন কিছুতেই বিশ্বাস করতে নাই...

যারা দেশ ধষ`ন করে প্রতিদিন... তারা সবই করতে পারে...

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

ওয়েসিস বলেছেন: দিলেন ত মন মিজাজ বিলা কইরা :( :( :( :(

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

মোমেরমানুষ৭১ বলেছেন: বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ত্যাগ স্বীকার......

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

সাইদুল হক পাবেল বলেছেন: বি এন পি গতবার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মহিউদ্দিন চট্টগ্রামে মেয়র নিবাচিত হয়েছিল। তখন বিএনপি বলেছিল তারা যে নির্বাচন কমিশন গঠন করেছে এটা নিরপেক্ষ। কিন্তু তাতেও বিএনপির শেষ রক্ষা হয় নাই। আওয়ামী লীগ সিইসির বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করে। বিএনপি ঠিক সে কাজটাই করবে।

৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

সাদরিল বলেছেন: ভোটের ফলাফল তো নয় যেন খেলার স্কোরকার্ড

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

টি-ভাইরাস বলেছেন: সংসদ নির্বাচন জিতার জন্যে , চার সিটি কর্পোরেশন কে অনেক কষ্টে ছাড়ল তারা , হারকে জিতনে বালেক বাজিগর নেহি আওয়ামী লীগ বলো আওয়ামী লীগ ....

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: যতই যাই করুক না কেন জাতীয় নির্বাচন হবে অনেক কাঠ খড় পুড়িয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.