![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু নামের ভিতর যাদু আছে । এটা আপনি ও জানেন । আপনার চারপাশের কিছু মানুষ আছে যাদের নামের মিলের পাশাপাশি চারিত্রিক মিলটাও দারুন হয় । এই ধরুন ঐশী যা করল সেদিন তারপর যদি সে আত্নহত্যা করে
তাহলে আমরা কি বুঝব ডাল ম্যা কুচ কালা হ্যায় !! আরে ভাই এক ঐশী ইয়াবা না পাইয়া বাপ মারে দিল জবাই আরেক ঐশী কি হইছে ঠিক জানিনা আর জানাও জাবেনা কিন্তু নিজেই কুরবান হইয়া গেল । এই নামটায় জাদু আছে ।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
মিতাহামিদা০০৭ বলেছেন: সহমত !
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
মিতাহামিদা০০৭ বলেছেন: এরা বেঁচে থেকে নিজের ও অন্যের জীবন বিপন্ন করবে ! তারচেয়ে বরং জোড়া খুনের দায়ে তাকে ১৮ বছর বয়সে জনসমক্ষে দৃষ্টান্ত-মূলক মৃত্যুদণ্ড দেয়া হলে , আর কোন কিশোর -কিশোরী এই অন্যায় করতে সাহস পাবে না ।
সরকারের এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া খুবই দরকার ; সমাজকে কলংকমুক্ত করতে !
আশাকরি সরকারের বোধোদয় হবে !
৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮
তৌফিক৬৯ বলেছেন: আমার মতে ওই মেয়েকে শাস্তি না দিয়ে শাস্তি দেয়া উচিৎ যারা মাদক ব্যবসা করে তাদের এবং যারা কোন প্রেস্ক্রিপশন ছাড়া ঔষদ বিক্রি করে তাদের
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬
ওয়েসিস বলেছেন: না ভাই আপনার মতের সাথে একমত হইতে পারলাম না । ইয়াবা ত আর ঝাল মুড়ির মত রাস্তায় ডাইকা ডাইকা বেঁচে না , বহুত কাপজাপ কইরা এই মাল কেনা লাগে খাইতে আরো কাপজাপ এই বাল না খাইলে যাদের চলে না তারা ভাত না খেয়ে থাকতে রাজি মাগার ইয়াবা না হইলে হইপে না তাদের
৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২২
সাদরিল বলেছেন: হুম
৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫
এইচ আর খান বলেছেন: ভাই যাদের টাকা আছে তাদের এরকম অনেক কিছু না হলেই চলে না । ভাত তাদের কাছে গৌণ বিষয় । যার মাসিক হাত খরচ লক্ষ টাকা সেই কিশোরী মেয়েটা তার আদর, স্নেহ, ভালবাসাহীন জীবনে একমাত্র অবলম্বন হলো এই জিনিস । তার দোষ দিলেই আর কি লাভ ! পুরো সমাজ ব্যবস।থাকেই তো দায় নিতে হবে এ পাপের ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐশির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই- যাতে আর কোন বাবা-মাকে সন্তানের হাতে! নৃশংস ভাবে নিহত হতে না হয়!!!
খুনিকে খূনি হিসেবে ট্রিট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
যাতে কোন সন্তান স্বপ্নেও এমন দুষ্কর্ম না দেখে!
যাতে ভবিষ্যতে কোন বেয়ারা কিশৌরী নীতিহীন জীবনে আগ্রহী না হয়!
যাতে মাদকের পরিণতির ভয়াবহতা প্রতিষ্ঠিত হয়- এবং মাদক গ্রহনের আগে শতবার ভাবে অনাগত সন্তানেরা!